
কম্পিউটারের বিভিন্ন ধরনের কাজ, বিশেষ করে মাল্টিটাস্কিং অপারেশন করে গোটা পর্দায় বেশ কয়েকটি উইন্ডো খুলে কাজ করতে ভালই লাগে! কিন্তু গোটা পর্দায় এতগুলো উইন্ডো খুলে রাখা কখনো কখনো বেশ বিভ্রান্তিকর হতে পারে। উইনস্পিল্ট রেভল্যুশন নামের এই সফট্ওয়্যারটির কাজ হলো, আপনি যাতে খোলা সব উইন্ডোকে কম্পিউটারের পর্দাজুড়ে সাজিয়ে ফেলতে পারেন এবং সাজানো-গোছানো অবস্হায় কাজ করতে পারেন সেটি নিশ্চিত করা। অবশ্য এই কাজটি মেনুয়ালিও করতে পারবেন কিন্তু এতে সময় বেশি লাগবে। তা ছাড়া সফট্ওয়্যারটির সাহায্যে এ কাজটি করা বেশ সাচ্ছন্দ্যের। এই সফট্ওয়্যারের Auto-Alignment ফিচারের কারণে খোলা উইন্ডোগুলো কম্পিউটার স্কিনের ‘প্রায়’ প্রান্ত ঘেঁষে নয়, একেবারে প্রান্ত ঘেঁষে ‘Align’ হয়ে যাবে, মানে সেজেগুজে দাঁড়িয়ে থাকবে। এই সফট্ওয়্যারের মাধ্যমে খোলা উইন্ডোগুলো Auto-Align করতে হলে [Ctrl]+[Alt]+[M] প্রেস করতে হবে। খোলা কোন প্রোগ্রামকে সেভ করতে হবে Ctrl+Alt+O প্রেস করে, এ ছাড়া আরো কিছু অপশন হচ্ছে Windows Fusion, যার সাহায্যে পর্দাকে শেষ কাজ করা দু’টি প্রোগ্রামে আনুভুমিক ভাবে দুই ভাগ করে ফেলা যাবে, এ জন্য Ctrl+Alt+F প্রেস করতে হবে। Ctrl+Alt+M প্রেস করে পর্দাকে সমান নয় ভাগে ভাগ করে প্রতিটি ভাগে একটি করে প্রোগ্রাম খোলা যাবে। এছাড়াও Ctrl+Alt+C প্রেস করে সব উইন্ডোকে বন্ধ করে ফেলা যাবে।
এই মজার সফট্ওয়্যারটি ডাউনলোড করতে এই লিংক এ ক্লিক করুন!
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৭:০৩