জনৈক মা তার আদরের নাদুস-নুদুস পুত্রকে নিয়ে ডাক্তার এর কাছে হাজির হলেন!
ডাক্তারঃ বাবা, তুমি কি খেলাধূলা কর?
ছেলেঃ হ্যাঁ, আমি খেলাধূলা করতে খু-উ-ব ভালবাসি!
ডাক্তারঃ তুমি কি কি খেলতে ভালবাসো?
ছেলেঃ ক্রিকেট - ফুটবল - সাঁতার . . . . . . . . . .
ডাক্তার ছেলেটির মা'কে জিজ্ঞেস করলেনঃ আপনার ছেলে তো বেশ ভালই খেলাধূলা করে, তবুও দিন দিন এত মোটা হচ্ছে কেন?
মাঃ হ্যাঁ, বলতে গেলে ওতো সারাদিন-ই খেলাধূলা করে!
*তবে সমস্যা হল, সব খেলা-ই সে খেলে কম্পিউটারে. . . . . . . . . .
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৫০