হ্যাঁ ঠিক এই জায়গাটাতেই নদীটা ছিলো। অনেক অনেক বছর আগের কথা। টলমল ঝলমল পানিতে বৃষ্টির ফোঁটা নৃত্য করতো। আজ নদী নেই, শুধু আকাশের ছায়া ওখানে আজো পরে।
আমি আকাশ ছুঁয়ে দিতে পারি আমার ইচ্ছেমতন। কে বলে ইচ্ছেগুলো ধরা ছুঁয়ার বাইরে থাকে!! আমি ঠিক ঠিক আকাশটার নিচে গাঢ় সবুজ এক মুঠো ঘাস হতে চেয়েছিলাম।
২.
যার চোখে প্রজাপতি ভীষন সুন্দর তার চোখে প্রজাপতির ডানা ভাঙা দৃশ্য অসহ্য রকম অসুন্দর হবারই কথা।
তবে মাঝে মাঝে সবকিছু নিয়মের বাইরে চলে যেতেও পারে। স্বপ্নগুলো নিজ থেকে মরে যাবার আগেই তাকে নিজ হাতেই খুন করা কি ভালো না?
আমি প্রজাপতির ডানাদুটো শক্ত হাতে ভেঙে দিলাম।
আর পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হয়ে গেলাম!!!
৩.
আমার এক হাতে একটা সাগর আর অন্য হাতে একটা প্রজাপতি। আমি প্রজাপতিকে হাতের মুঠোয় বন্দী করতে পারবো, কিন্তু সাগরকে হাতের মুঠোয় বাঁধা যায় না। আমি সিদ্ধান্ত নিলাম প্রজাপতিকে আকড়ে ধরবো। ঠিক তক্ষনি ঝিরিঝিরি বাতাসে প্রজাপতি উড়ে গেলো সাগরের ধার ঘেষে!
আমার এক হাতে ছিলো এক সাগর আর অন্য হাত শুন্য।
পড়ন্ত বিকেলের আলোতে আমি অগভীর সাগরের বুকে ঝাপ দিলাম।
আমি কি প্রজাপতি হতে পেরেছিলাম?
৪.
মাঝে মাঝে রাখালের বাঁশিতে সুর বাজে না। আমিও জানি না কিভাবে রাখালের মনে সুর জাগাতে হয়।
আমি আগেও বলেছিলাম ভালবাসার আরেক নাম নদী, যেখানে জোয়ার ভাটা মানায় না। কিন্তু নদীতে জোয়ার ভাটার খেলা ঘুরে ফিরে আসে এটাই নিয়ম। তবে মাঝে মাঝে নিয়মের বাইরে যেতে ইচ্ছে করে।
আমার হাতে জাদুর কাঠি থাকলে নদীটাকে একটা বাঁশি বানিয়ে দিতাম।
বাঁশির বুকে সারাবেলাই সুর বাজে। আমাদের মাঝে ছন্দ পতন হতো না।
আমি রাখালের রাঁধা হয়ে যেতাম!
৫.
উহুঁ আমি আর বৃষ্টির প্রতীক্ষা করি না। আমি আজ আকাশকে এক ঝুড়ি বৃষ্টি দিলাম।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:০২