নৈরাজ্য, ত্রাস, মগের মুল্লুক..... কোন শব্দই যথেষ্ট নয় বর্তমান বাংলাদেশের অবস্থা বিচারে।
কি অদ্ভুত!
আজকের সংবাদ বিশ্বাস করতে পারছিনা।
এখনও মনে হচ্ছে ভুল দেখেছি।
কোন ভাবে সংবাদটা ভুল এমনটা জানলে ভালো লাগবে!
গত আট বছরের বেশী সময়ে দেখা, সবচেয়ে অরাজনৈতিক আর সাদামাটা প্রিয় ব্লগার অন্ধকার কে হত্যা করা হয়েছে?
ই্ন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহেরা জে'উন।
নাস্তিকতা দূরের কথা, কখনও যাঁকে কোন ধর্ম নিয়ে সমালোচনা করতে দেখা যায়নি তাঁকে হত্যা করে সেই হত্যাকান্ড নাস্তিক হত্যা কান্ডের সারিতে আনার প্রচেষ্টা নিঃসন্দেহে ঘৃন্য!
এমন নিরীহ ভালো মানুষ কোন নরপশুদের অস্তিত্বের জন্য হুমকী স্বরূপ হয়ে উঠেছিলো বুঝতে পারছিনা!
পত্রিকার পাতা খুলে প্রতিদিন শোনাযায় নরপশুদের বিকৃত উল্লাস। এসব নেকড়ের শিকার হলো দুজন প্রিয় ব্লগার।
ব্লগার সাগর সারোয়ারের ঘৃন্য হত্যাকারীরা আজ হয়তো এই ব্লগে বসেই মানবতার বাণী শোনায়।
ব্লগার অণ্ধকারকে হত্যার তীব্র নিন্দা জানাই।
মহান সৃষ্টি কর্তা আল্লাহ্ ফয়সাল আরেফিন দীপনের আত্মার শান্তি দিন।