মায়ের আঁচল থেকে বের হয়ে,
চিনেছি তোকে, সহসা হঠাৎ,
কত পথ পাড়ি দিয়ে তবু –
একসাথে আমরা, বন্ধুত্ব সহজাত।
ছিল না এমন দিন হয়নি দেখা,
খেলার মাঠে, স্কুলের গেটে,
হয়নি দেখা কতদিন হল –
পারবি বলতে কতকাল গেছে কেটে?
আজ বন্ধুত্বের অর্থ ভিন্ন,
যোগাযোগ শুধু, প্রাণের মিলতো নয়,
আমাদের সময় দেখেছি বন্ধু অন্তঃপ্রাণ –
অমলিন রূপ , চির অক্ষয়।
অভিনয় করে চলেছি আমরা,
ব্যাস্ত হয়ে, ছদ্মবেশে,
পড়ছে মনে ভীষণ রকম –
তোর কথা, আজ এই দিনের শেষে।
একটু সময় আছেকি তোর,
দেখা হবেকি ফের, সখা?
তোর মাঝেই পেয়েছিলাম আমি –
স্বর্গ, আমার অদেখা।
উৎসর্গঃ রুম্মানুজ্জামান (রুম্মান) – কে
‘বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু’ – এই সূত্রে ফেললে যে ১০০তে ১০০ পেয়ে ষ্ট্যান্ড করবে।
১লা আগষ্ট, ২০১০, ঢাকা
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১০ রাত ১১:১৭