এই মামা টেবিলে খাওন লাগা।
কি খাইবেন মামা
কি কি আছে?
গরু, মুরগী, খাসি, ইলিশ মাছ, কাতল মাছ, পাবদা মাছ, মাছের ডিম.............
গরুর প্লেট কত?
৪৮ হাজার টাকা
আর খাসি?
৪২ হাজার পাচশ।
কস কি? গরু ৪৮ হাজার, আর মুরগী ৪২ হাজার পাচশ?
মামা, সব কিছুর দাম বেশী, ২৫-৩০ লাখ টাকায় ছোট বাছুর ও মিলেনা।
আচ্ছা দাম কম আছে কোনটার?
পাবদা মাছের দাম কম আছে, এক্কেরে পানির দাম।
কত?
১৮ হাজার দুইশ।
আচ্ছা, পাবদা মাছই দে।
ভাত কয়টা দিমু মামা? দুইটা দিই?
ভাত কত কইরা?
বেশী না মামা, প্লেট ১২ হাজার টাকা।
১২ হাজার? এত কম কেন? চাউল কি সরকারী টা নাকি?
না মামা, আতপ চাল মামা, খাইয়া সবাই তো ভালই কইসে।
আচ্ছা দে।

(ইন্দোনেশিয়ায় একবেলা কাবার বিল)
ঘটনা ২:
এই রিক্সা যাবে?
কই যাবেন আফা?
নিউমার্কেট যাবা?
হ চলেন আফা।
কত নিবা?
দিয়েন খুশি হইয়া
খুশি হইয়া বলে উঠাও, তার পর জায়গায় গিয়া তো ঝামেলা শুরু কর।
৩৫ হাজার টাকা দিয়েন আফা।
বল কি? নিউমার্কেটের ভাড়া চাও নাকি গাজীপুরের ভাড়া চাও?
আফা, যা দিন কাইল পড়ছে , এক কাপ চায়ের দাম ১২ হাজার ট্যাকা।
অত প্যাচাল পাইড়োনা, ২৪ হাজার টাকায় যাবা?
না আফা, একদাম ২৮ হাজার হইলে উইঠা পড়েন।
আচ্ছা চল।

(ইন্দিনেশিয়ার ট্যাক্সি ভাড়া,)
(দেশ থেকে পয়সা লেনদেন দেখে বিদেশ আসার ২ বছর দেখলাম দেশ থেকে ৫০ পয়সা গায়েব, তারও দুই বছর পর দেখলাম এক টাকার নোট গায়েব, কোথাও এক টাকার নোট চলেনা, সদাই কিনে একটাকা ব্যালেন্স হলে দোকানদার একটা লজেন্স দরিয়ে দেয়, এক টাকার জায়গায় এসেছে নতুন এক হাজার টাকার নোট। এর দুই বছর পর এখন দুই টাকাও বিলুপ্তপ্রায়। ভিক্ষুকও এখন দু টাকা ভিক্ষা নেয় না। জীর্নশীর্ন কিছু দুটাকা শীতের পাখির মত অবশিষ্ট আছে, কদিন পর হয়ত থাকবেনা, তার পর ৫ টাকা থাকবেনা, তার পর ১০, তার পর ৫০ তার পর একশো-পাচশো, সেখানে নতুন হিসেবা জায়গা করে নেবে পাচ হাজার, দশঝাজার এমনকি এক লাক টাকার নোট।
কেমন মজা হবে?)
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:১১