প্রতিবছরের মত এবারো আসছে ১৯শে ডিসেম্বর পালিত হবে বাংলা ব্লগ দিবস। গত কয়েক বছরে দেখেছি ব্লগাররা ঢাকায় দিবস উপলক্ষে মিলিত হয়, আড্ডা হয়। দিন শেষে ছবি ব্লগ দেখতাম, আর ভাবতাম কোন একদিন অবশ্যই যাওয়া হবে। এই বছর কিছুটা ব্যাতিক্রম দেখতে পাচ্ছি, কিছু নতুন উদ্দ্যমী ব্লগার ঢাকায় ব্লগ ডে পালনের পাশাপাশি ঢাকার বাইরে বিভিন্ন জেলায় এমনকি দেশের বাইরেও অনেকেই এইদিনে মিলিত হওয়ার উদ্দ্যোগ নিচ্ছে।
প্রতিনিয়ত মালয়েশিয়ায় বেড়াতে আসা ব্লগারদের ভ্রমন ব্লগের কমেন্টে অনেক মালায়শিয়ায় প্রবাসী কর্মজিবী/ছাত্র ব্লগারের কমেন্ট দেখলেও সরাসরি দু-একজন ছাড়া কারো সাথেই কারো তেমন যোগাযোগের সুযোগ হয়ে ওঠেনা। যদিও ব্লগের বাইরে ব্লগারদের পরিচিতি অত্যাবশ্যকীয় কিছু নয়, তারপরও অন্তত ব্লগ দিবসে আমরা যারা একটি প্লাটফর্মে লেখালেখি বা পড়ি, তারা সবাই একত্রিত হয়ে (নিজের পয়সায়) চা-সিঙারা খেলাম, একটু গল্পগুজব একটু আড্ডা, সর্বোপরী একে অন্যের সাথে পরিচিত হলাম। ব্লগ নিয়ে, লেখালেখি নিয়ে দুচারটা কথা বললাম।
যেহেতু বিদেশে সবাই ব্যাস্ত, তাই হয়ত ১৯ তারিখ দিনের বেলা অনেকেই সুযোগ করে উঠতে পারবেন না, সেক্ষেত্রে কোন দিনটা বা কোন সময়টা উপযুক্ত হয় সেটা আমরা আলোচনা করতে পারি।
স্থানটা কোথায় হবে? যেহেতু বেশীরভাগ ব্লগারকেই দেখেছি কেএল থাকার কথা বলতে দেখেছি, সেহেতু কেএল এর ভেতরেই কোথাও বসতে পারি, যেমন "দাতারান মারদেকা"
যদি কোন সহৃদয়বান ব্লগার আমার মতই ইচ্ছা পোষন করে থাকেন, কমেন্টে আওয়াজ দেন।