এ এক নতুন বিশ্ব, নতুন রুপের সাজ
কোমায় গিয়েছে মানবতা,
নেই অপমানবোধ লাজ।
দু বছর যার বয়েস হয়েছে,
তিরতির করে হাটে,
বোমার আঘাতে সে লুটে পড়েনি,
পড়েছে মানবতা, ঐ আই.সি.উই'র খাটে।
শান্তিতে দেয়া নোবেল বোতলে,
অক্সিজেনের অভাবে,
রোগীরা মুখেতে কুলুপ এটেছে
বড়কর্ত্রার প্রভাবে।
মালালার খুলি ফুটো হল,
আরে এতো দারুন এক ধান্দা,
কারো শুরু হয়ে গেল কলমের ঝড়,
কারো শুরু নাঁকি কান্দা।
গাজার শিশুরা মরে পড়ে আছে
হিংস্র পশুর বোমায়,
সুশীলরা চোখে ঠুলি পড়ে আছে,
মানবতা গেছে কোমায়।