১. কোন জিনিস একই সাথে আপনি যাকে বহন করছেন, আপনাকেও সে বহন করে?
২. কোন জিনিস বাড়লে কমে?
৩. এতই দুর্বল যে, হালকা বাতাসে দোলে! আবার জিনিসটি এতই শক্ত যে ধারালো চাকু দিয়েও চিহ্ন বসানো যায় না। সেটা কোন জিনিস?
৪. কোন জিনিস যখন সে পান করে তখন তারা যায়?
৫. হাসান মুস্তাফার উত্তরে দাঁড়িয়েছে, কিন্তু তার ডানে মুহাম্মাদ, তাহলে এখানে মধ্যখানে কে?
৬. কোন জিনিস যে বানায় সে বিক্রি করে, আর যে কিনে সে পরে না, যে পড়ে সে দেখে না?
৭. কোন জিনিস যখন এক হয় অন্যকে পৃথক করে দেয়?
৮. কুরআনের সবচেয়ে বড় আয়াত কোনটি?
৯. কোন জিনিস পা ছাড়া ভ্রমণ করে আর কান ছাড়া অন্য কোথাও প্রবেশ করে না?
১০. তিনজন একসঙ্গে একটি ব্রিজ পার হয়েছে। ১ম জন ব্রিজ দেখলো এবং পায়ে হেঁটে পার হলো, ২য় জন ব্রিজ দেখলো কিন্তু পায়ে হেঁটে পার হয়নি, আর ৩য় জন ব্রিজ দেখেইনি এবং পায়ে হেঁটে পার হয়নি। কিন্তু সকলেই ব্রিজটি পার হয়েগেল। বিস্তারিত লিখুন...