আসব কখন কেমন করে তোমার বুকে ফিরে?
পড়লে মনে দেশের স্মৃতি ভাসি চোখের জলে।
সবুজ শ্যামল জন্মভূমি হরেক রঙের ঘ্রাণ,
দিবানিশি তোমার লাগি কান্দে আমার প্রাণ।
বাপের দেওয়া ভিটা-বাড়ি ঘর দরজা বেচে,
পাগল হয়ে সুখের আশায় আসছি বিদেশ চলে।
পঁচিশ দিনার বেতন আমার নিজের খাওয়া পরা,
কোন মাসে পুরা বেতন যায় না হাতে ধরা।
কোন মাসে বিশ দিনার দেয়, পনের ষোলও পাই,
লাগে ভেজাল চাকুরি নিয়ে, যদি পুরা বেতন চাই।
কাজের পরে কাজ শুধু, ঘাড় ফেরানো দায়,
বসলে কোথাও দেখলে মুদীর বেতন কাটা যায়।
মাসের শেষে পথের দিকে চেয়ে থাকেন মা,
তিন মাস গেল দেশে আমি টাকা পাঠাই না।
মায়ের আদর বোনের সোহাগ পড়লে মনের মাঝে,
সারা রাত আর ঘুম আসে না মন বসে না কাজে।
বাইরে কোথাও কাজ করলে, পুলিশ ধরে নেয়,
চোরের মত প্রহার করে, দেশে পাঠিয়ে দেয়।
সোনা গয়না কাতান শাড়ি হলো না আর কেনা,
মিটলোনারে মনের আশা শেষ হলো না দেনা।
আশার প্রদীপ নিভে গেল বেঁচেও গেলাম মরে,
আমার মত অনেক প্রবাসী এমন বিদেশ করে।