প্রশাসনের সব স্তর থেকে জামায়াত সমর্থিত সবাইকে সরিয়ে দিতে প্রধানমন্ত্রীর প্রতি জোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি বলেন, ‘বিদ্যুৎ নিয়ে এতটা সমস্যা হওয়ার কথা নয়। জামায়াতের লোক সব জায়গায় বসে আছে। তারা বিদ্যুতের নাট-বোল্ট খুলে দেয়। সে জন্যই বিদ্যুতে জনগণের এত ভোগান্তি হচ্ছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে গতকাল ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, শেখ হাসিনাকে ওয়ান ইলেভেনের পর কেন গ্রেফতার করা হলো সেই প্রশ্নের উত্তর আমরা আজো পাইনি।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সম্পাদক হাজী মোঃ সেলিম, শাহে আলম মুরাদ প্রমুখ।
বিস্তারিত....
Click This Link