মুনাফিকের তিনটি বৈশিষ্ঠ,
১) আমানত খিয়ানত করে,
২) যখন কথা বলে তখন মিথ্যা বলে এবং
৩) ওয়াদা ভঙ্গ করে
এবার আসুন হেফাজতিদের সাথে মুনাফিকের মিল খুঁজি
সব ব্লগার নিশ্চই নাস্তিক নয় ?
মুনাফিকের দ্বিতীয় বৈশিষ্টের সাথে কি নিচের ছবিগুলার মিল নেই ?
আমরা হযরত মুহাম্মদ (স.) এর জীবনীতে দেখতে পাই তিনিও বিধর্মীদের উপর কথনও অন্যায়, অত্যাচার বা হত্যাযজ্ঞতে মেতে উঠেননি বরং আমরা দেখেছি ভালোবাসা দিয়ে তাদের হৃদয় জয় করেছেন।
নিচের ছবি কি প্রমাণ করে হেফাজতিরা হযরত মুহাম্মদ (স.) এর আদর্শে বিশ্বাস করে ?
টুপি এবং পাগড়ি ইসলামের একটি অংশ। আমার জানামতে মহানবী (স.) টুপি এবং পাগড়ি পড়তেন।
হেফাজতিরা সেই টুপি এবং পাগড়ির উপর জুতা উঠিয়ে কি টুপি এবং পাগড়ি কে অপমান করল না ?
এটা কি ধর্ম অবমাননার মধ্যে পড়ে না ?
গত ৬ জানুয়ারী দৈনিক আমারদেশ পত্রিকায় একটি সংবাদ ছাপা হয় যার শিরোনাম ছিল "আলেমদের নির্যাতনের প্রতিবাদে কাবার ইমামদের মানববন্ধন"। এখানে আলেম বরতে তারা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের বুঝিয়েছেন। সংবাদে বলা হয়েছে গতকাল বাদ জুম্মা অর্থাৎ ৫ জানুয়ারী এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে এবং সংবাদে কাবার ঈমাম সহ কয়েকজন আলেমের ছবি ছাপা হয়েছে। কিন্তু আমারদেশের ঐ ছবি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখা যায় আসলে ঐ ছবিটি কোন মানববন্ধনের না। ছবিটি কাবার গিলাফ পরিবর্তনের ছবি। এবং ছবিটি অরবি একটি সাইটে ১৭ অক্টোবর ২০১২ সালে আপলোড করা হয়। তার মানে ঐ ছবিটি ৫ জানুয়ারী ২০১৩ এর ছবিও না।
সেখানে আদৌও বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিষয়ে কোন লেখা নেই। পবিত্র কাবা শরিফ ও তার খতিবকে জড়িয়ে এমন মিথ্যা সংবাদ কি ইসলামের অবমাননা নয়? এটা কি মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত নয়?
অবশ্যই এটা ধর্ম অবমাননা, এই সংবাদের সাথে মোনাফেকের দ্বিতীয় বৈশিষ্ঠর সাথে মিল আছে, এই সংবাদ সহ বহু সংবাদ আছে যা পড়লে স্পষ্ঠ প্রমাণিত হয় আমার দেশ মুনাফেক পত্রিকা । তাছাড়া আমার দেশ আমাদের পবিত্র কাবা শরিফ ও কাবা শরিফের ঈমামকে নিয়েও মিথ্যাচার করেছে। যা স্পষ্ঠ ধর্মঅবমাননা।
আর সেই ধর্ম অবমাননা কারী এবং মোনাফেক পত্রিকাকে ছায়া হিসেবে ব্যাবহার করে হেফাজত সমর্থকরা ঢালাওভাবে সকল ব্লগারেকে নাস্তিক ঘুষনা করে তাদের হত্যা করার ফতোয়া দিচ্ছেন, এটা কি মুনাফেকি এবং ধর্ম অবমাননায় সমর্থন দেযা নয় ?
আমি নাস্তিকদের সাথে সাথে মুনাফেক এবং ধর্ম অবমাননাকারী হেফাজতিদের বিচার চাই।
বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবিতে জুতা নিক্ষেপ করল হেফাজত সমর্থকরা (ছবি কথা কয় পর্ব ১)
প্রত্যেক ব্লগারকে হত্যা করতে চায় হেফাজত সমর্থকরা !!! (ছবি কথা কয় পর্ব ২)
হেফাজতের লগে জামাতের কোন স্বম্পর্ক নাই, কোন হালায় কয় ? (ছবি কথা কয় পর্ব ৩)
চরম নারীবিদ্ধেষী হেফাজত সমর্থকের প্রাণ রক্ষা করল, এক নাস্তিক নারী (ছবি কথা কয় পর্ব ৫)
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭