রাজনৈতিক এমন ভয়াবহ ক্যাচালের মাঝেও প্রেমে পড়ছি কিনা বুঝতেছিনা
সব কিছু বাদ দিয়ে রাজনীতি করি,স্বপ্ন দেখি পরিবর্তনের। ভালই চলছিল সব কিন্তু সংসদ নির্বাচন এর তপশীল ঘোষণার পর থেকে শুরু হইল ক্যাচাল।বিএনপি নির্বাচনে যাবেনা,জামায়াত নির্বাচনে যেতে পারবেনা।শুধুই জটিলতা।এর মাঝে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন বিক্রির ঘোষণা দিল।ঢাকা যেতে হবে দলীয় মনোনয়ন কিনতে তাই হাতে কয়েকদিন সময় নিয়ে চলে আসলাম খুলনায়।বেশ একটা আড্ডা দিয়ে কাটাচ্ছিলাম দিন খুলনায়।এক বিকালে দেখা বান্ধবী মুক্তার সাথে,মুক্তা মেয়ে হয়েও ছোট বেলা থেকেই ছেলেদের থেকে বেশি ডানপিটে।যাইহোক সে বলল,তোকে খুব দরকার,কাল বিকালে কোন কাজ রাখবিনা।
বললাম কি দরকার,উত্তর দিল তোর বিয়ের জন্য একটা পাত্রী পাইছি।শুনে কাঁদব না হাসব বুঝতে পারতেছিলাম না।
বললাম তোর কি মাথা পুরাই গেছে?সারা দুনিয়ায় এমন কোন মেয়ের অভিভাবক আছেরে যে এমন ভাদাম্যা রাজনীতি করা ছেলেরে মেয়ে বিয়ে দিবে?তুই অন্য মানুষ খোঁজ।সাথে মজা করে বললাম , বিয়ে তো আমার দ্বারা হবেনা তবে তুই যদি জোরাজুরি করিস তবে যদি তারে দেখে পছন্দ হয় তবে প্রেম করতে পারি।
মুক্তার উত্তর,মেয়ে আমার ছোট চাচার মেয়ে,বিয়ে করলে করবি কিন্তু নো প্রেম।আর লাবণ্যরে দ্যাখ,তারপর সিদ্ধান্ত নিস।
আমি বুঝলাম তার নাম লাবন্য।আমি মুক্তারে কইলাম, আমিতো অমিত না, হইতেও পারবনারে।তারপরও শুধু নামটার জন্য তারে দেখতে যাব।
ঠিক হইল পরের দিন বিকালে রূপসী রূপসা নদীর তীরে মানে রূপসা ব্রিজে দেখা হবে।মুক্তা বারবার করে বলল,তুই সত্যই আসবি তো,তোর তো তালের ঠিক নাই।বেশ কিছু বছর তোর কাছে মেয়ে মানেই তো ভয়ানক কিছু।
উওরে বললাম,এতবার শেষের কবিতা পড়ছি কিন্তু লাবণ্য নাম আসলেই কারও হয়,শুনি নাইরে।যত বাধা আসুক আগামী কাল আসবই।
এই কথা শুনে ও আরও কনফিউশনে পড়ল যে আমি আসলে আসব কিনা।
যাইহোক পরের দিন সকাল থেকে কমপক্ষে ২০ বার মুক্তার ফোন,তুই আসলেই আসবি তো।
বললাম, আসব।
গেলাম, দেখা হইল।ঘণ্টা খানেক আড্ডা হল।আসার সময় মুক্তা লাবণ্যের মুঠো ফোনের নাম্বারটা তার সম্মতিতে আমাকে দিল।
তারপরের দিন রাতে আসলাম ঢাকায়,দলীয় মনোনয়ন পত্র কিনলাম কিন্তু জমা দিলাম না।কারন আওয়ামী লীগের অন্যতম একজন ক্ষমতাশালী নীতিনির্ধারক নির্বাচন নিয়ে যে ভবিষ্যৎ বাণী করল যে মনোনয়ন চাওয়া থেকে বিরত থাকলাম।তার মানে পুরাপুরি বেকার হয়ে গেলাম।
একরাতে মুক্তার ফোন পাইলাম,কিরে তোরে একটা নাম্বার দিলাম।তারেও কিছু কইলিনা,আমারে কিছুই কইলিনা,এইটা কেমন হইল।
বললাম,আসলেই কেমন হইল,ঠিক আছে কাল কথা বলব।
মুক্তা কইল,কাল না আজ বল লাবন্য আমাদের বাসায় আসছে।
বললাম,দে ফোন, কথা কই।
এর পর থেকে কথা শুরু হইল।প্রথম প্রথম দিনে একবার -দুইবার আর ইদানিং সময় অসময়ে।
বুঝতাছিনা প্রেমে পড়ছি কিনা।যদি প্রেমে পড়েই থাকি আর শেষ পর্যন্ত তা বিয়েতে গড়ায় তবে অবশ্যই দুই নেত্রীরে বিয়েতে দাওয়াত দিব কারন তারা দুইজন ক্যাচাল না করলে বেকার হয়ে যেতে পারতাম না আর তাতে দেখা হইলেও কথা হইত না লাবণ্যের সাথে।
তবে এই মুহূর্তে দুই নেত্রীর পায়ে ধরি,আমাদের শান্তিতে বাঁচতে দিন,কাজ করার সুযোগ দিন না হলে এমন বেকার ছেলেদের কাছে কি কেউ মেয়ে বিয়ে দিবে?হাজারও বেকার ছেলে আপনাদের শুভ বুদ্ধির জন্য অপেক্ষা করতেছে,প্লিজ লাগে এবার খ্যান্ত দেন নেত্রীদ্বয়।
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন