ব্লগে খুব বেশী দিন আসিনি,মাত্র দুই বছর দশ মাস।এই দুই বছর দশ মাসের দুই বছর ছিল আমার জীবনের একটা কালো অধ্যায়।কেন কালো অধ্যায় সেটা একান্ত নিজের।ঐ কালো সময়ের একটা বড় সময় কাটিয়েছি ব্লগে।এই ব্লগেই পেয়েছিলাম নতুন একটা দুনিয়া,যেখানে কাউকে চিনিনা বা জানিনা কিন্তু আস্তে আস্তে এত আপন হয়ে যাচ্ছিল যে পুরানো সব গণ্ডী ভুলে নতুন এক গণ্ডীতে বাধা পড়ছিলাম।ঘণ্টার পর ঘণ্টার কেটে গেছে ব্লগে,কোন ক্লান্তি ছাড়াই।
মাঝের কয়েক মাস ব্লগে নিয়মিত থাকতে পারিনি নানা জটিলতায়।আবার নিয়মিত হব ব্লগে খুব তাড়াতাড়ি।তবে এখন ব্লগে আসলে আক্ষেপ লাগে যে আগে যারা ব্লগ মাতিয়ে রাখত তারা অধিকাংশই ব্লগে অনিয়মিত,আবার তাদের অনেকেই এখন ফেসবুক এর বিশাল সেলিব্রেটী।ফেসবুকেও বসা হয়না,হয়ত বসাও হবেনা আর।
রাজনীতি করতাম বা করছি রাজপথে কিন্তু ব্লগের রাজনীতি যে কত জটিল ও কুটিল তা বুঝতে লেগেছে অনেক দিন। ব্লগিয় রাজনীতিতে দেখেছি অনেক গুণী ব্লগারদের বিদায়। মিস করি জিসান মামাকে,মিস করি ছাইরাছ হেলাল কে, মিস করি রাইসুল জুহালা কে।।আজ মন থেকে কামনা থাকবে ব্লগে যেন নিচের মানুষদের সর্বদা ব্লগে পাই ঃ
ছাইরাছ হেলাল,রাইসুল জুহালা,নষ্ট কবি ,নাফিস ইফতেখার,শিপু ভাই,রেজোওয়ানা আপু,শায়মা,জুন, নিঝুম মজুমদার, ত্রিশোনকু্, একলা বগ,অণুজীব,চশমখোর,কল্পবিলাসী স্বপ্ন,হাসান মাহবুব,কালীদাস ,জীবনানন্দদাশের ছায়া , নোমান নমি , আরিয়ানা,চাটিকিয়াং রুমান, এ হেলাল খান,মে ঘ দূ ত, পুশকিন,নিশাচর ভবঘুর্,মিরাজ is,পরিবেশবাদী ঈগলপাখি, সহ্চর ,রেজওয়ান মাহবুব তানিম ,িনদাল , বড় বিলাই ,আহমেদ সাব্বির পল্লব ,বাউন্ডুলে রুবেল ,প্রিন্স অফ ব-দ্বীপ ,প্রিন্স হেক্টর , বিরোধী দল ,ইমরাজ কবির মুন , ফারিয়া ,ঘুমন্ত আমি , টুকিঝা , আধাঁরি অপ্সরা , নিপাট গর্দভ , ডেজা-ভু ,মামুণ , পাগলাঘোড়াসিটিজি , আইনউদদীন ,অসামাজিক ০০৭০০৭ ,ফটো পাগল ,সাকিন উল আলম ইভান ,বৃষ্টিধারা ,জারনো ,ব্রেথ অব ফেট ,টুনা, মনে নাই, শিশিরের বিন্দু ,বেঈমান আমি ,ফয়সাল তূর্য ,মুভি পাগল ,মাহবু১৫৪ ,চেয়ারম্যান০০৭ , লিন্কিন পার্ক ,রাইয়ান মনসুর ,মোহাইমিনুল ইসলাম বাঁধন ,রাখালছেলে, কামরুল হাসান শািহ ,সুপান্থ সুরাহী ,বাদ দেন ,ম্যাভেরিক ,মেঘনা পাড়ের ছেলে ,সেলিম জাহাঙ্গীর ,মাহী ফ্লোরা ,সায়েম মুন ,তন্ময় ফেরদৌস ,ইকরাম উল্যাহ ,জাহাজি পোলা ,ইশতিয়াক আহমেদ চয়ন ,আমি তুমি আমরা ,গাধা মানব ,রাষ্ট্রপ্রধান , নিয়েল হিমু ,অনিক আহসান ,আজমান আন্দালিব ,হাসান জোবায়ের ,যেড ফ্রম এ ,দেশী পোলা , মুহাম্মদ জহিরুল ইসলাম, শামসির ,কাউসার রুশো ,নরকের দেবদূত ,শব্দহীন জোছনা ,আমি তুমি আমরা ,মিটুলঅনুসন্ধানি ,শশী হিমু ,ভুলো মন ,রবিন মিলফোর্ড ,বিলুপ্ত বৃশ্চিক ,পীরসাহেব ,দিকভ্রান্ত একা ,জা না লা ,ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ,বিতর্কিত বিতার্কিক ,মামুন বিদ্রোহী ,একজন বাউন্ডুলে , রক্তভীতু ভ্যাম্পায়ার ,মাহমুদা সোনিয়া ,ফারজুল আরেফিন ,শিশিরের শব্দ ,জাতির নানা ,আশকারি রহমান ,শেখ আমিনুল ইসলাম ,কাল্পনিক_ভালোবাসা ,দুঃখ বিলাসি ,স্বপ্নবিলাসী আমি ,পাহাড়ের কান্না ,ফাহীম দেওয়ান ,সুপান্থ সুরাহী ,নিমচাঁদ ,sumon3d , টিনটিন, মশিউর মামা, জাতির নানা ,স্বাধীকার ,প্রজন্ম ৮৬ , খেয়া ঘাট ,~মাইনাচ~ ,উণ্মাদ তন্ময় , জিসসান ,মুনসী১৬১২ , রামন , ফিউশন ফাইভ ,নীল-দর্পণ ,আকাশ_পাগলা , দি ফ্লাইং ডাচম্যান , আশরাফুল ইসলাম দূর্জয় ,আকাশটালাল ,রাষ্ট্রপ্রধান ,নাফিজ মুনতাসির ,জুন মাহী ফ্লোরা ,রাতুল_শাহ ,পাকাচুল ,প্লিওসিন অথবা গ্লসিয়ার ,রিয়েল ডেমোন ,নাঈম আহমেদ আকাশ ,ফেলুদার চারমিনার ,কবি ও কাব্য ,গেমার বয় ,হাছুইন্যা ,স্বপ্নচারী সুমন ,বাঁদর+তুমি=বাঁদরামী ,স্বর্ণমৃগ ,আমি তানভীর ,গোলাম দস্তগীর লিসানি ,মাহতাব সমুদ্র ,একজন আরমান , চারশবিশ ,মেহেদী হাসান মানিক ,সেলিম আনোয়ার ,কাজী মামুনহোসেন ,দিকভ্রান্ত*পথিক ,রিমন রনবীর ,তামিম ইবনে আমান ,হেডস্যার ,রাশেদ হাসান নোবেল ,চলতি নিয়ম্ দুঃস্বপ্০০৭ সহ এই মুহূর্তে নাম মনে না আসা আরও অনেক ব্লগাদের।
সবচেয়ে মিস করব আজীবন ইমন জুবায়ের ভাইকে।
ধন্যবাদ জানা আপু আর আরিল্ড কে।
আজ আবারও ধন্যবাদ দেই ব্লগ থেকে হাওয়া হয়ে যাওয়া ব্লগার সাদিক তাল কে,যার মাধ্যমে পরিচয় প্রিয় এই ব্লগের সাথে।