ব্লগে নতুন হলেও প্রায় ১১মাসে বেশ কিছু বিষয় শিখেছি,জেনেছি ব্লগ থেকে যা বিগত বয়সে জানার বাইরে ছিল।আমার নগণ্য ব্লগ জীবনের পরিসংখ্যান আজকের দিন পর্যন্ত:
পোস্ট করেছেন: ১০৯টি
মন্তব্য করেছেন: ৩০৯৫টি
মন্তব্য পেয়েছেন: ৩৮৮৯টি
ব্লগ লিখেছেন: ১০ মাস ৩ সপ্তাহ
ব্লগটি মোট ৫৮৩০৮ বার দেখা হয়ে
অর্থ্যাৎ ব্লগার হিসেবে অচল মাল,আমার মত অচল মালের ভাবনা কারো কাছে গ্রহণ হবে সেটা আশা করা ভুল জেনেও কিছু বিষয় শেয়ার করতে চাই সবার কাছে।
আমি মামুন,ব্লগ নিক মামুন হতভাগা।আমি আর দশটা সাধারণ মানুষের মত খুবই সাধারণ একজন।ব্লগের সাথে পরিচয় ১০মাস ৩সপ্তাহ আগ থেকে।ব্লগে লেখা শুরু করার সময় কাউকে চিনতামনা,জানতামনা কে জনপ্রিয়,কে ভাদা,কে ছাগু,কে লুল বা কে আস্তিক বা নাস্তিক।ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি ব্লগে,পোস্টের পর পোস্ট পড়েছি ব্লগটা সম্পর্কে জানতে বুঝতে।কমেন্ট করেছি,পেয়েছি।যেহেতু সাধারণ একজন মানুষ,কিছু পছন্দ বা অপছন্দ তৈরী হয়েছে ব্লগের মাঝে।নতুন হিসেবে যাদের ভাল লেগেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল বড়বিলাই,সাকিন উল আলম ইভান,জাহাজী পোলা,বেঈমান আমি,কল্পবিলাসী সপ্ন,শায়মা,জুন,মাহী ফ্লোরা,রেজোয়ানা,নিশাচর ভবঘুরে,হাসান মাহবুব,তন্ময় ফেরদৌস,রাইসুল জুহালা,রেজওয়ান মাহবুব তানিম,টিনটিন,নাঈম আহমেদ আকাশ,জীবনানন্দদাশের ছায়া,ঘুমন্ত আমি,ইশতিয়াক আহমেদ চয়ন,ছাইরাছ হেলাল,রাজসোহান ,ফেলুডার চারমিনার,জেরী,জারনো,নষ্ট কবি,দি ফ্লাইং ডাচম্যান,অণুজীব,আকাশ_পাগলা,সবাক,ধীমান অনাদি,কাঊসার রুশো,ফাইরুজ,স্বাধীকার,মোঃমোজাম হক,বিলুপ্ত বৃশ্চিক,রুদ্রপ্রতাপ,চশমখোর ,প্রিন্স অফ ব-দ্বীপ,মাহমুদা সোনিয়া ,আশরাফুল ইসলাম দূর্জয় ,পাগলাঘোড়াসিটিজি,চাটিকিয়াং রুমান ,যেড ফ্রম এ ,ডেজা-ভু,ফয়সাল তূর্য,নোমান নমি ,রিয়েল ডেমোন,কামরুল হাসান শািহ ,জাতির নানা,চেয়ারম্যান০০৭,অনিক আহসান,সকাল বেলার ঝিঝি পোকা ,খেয়াঘাট,মাইনাচ সহ আরো অনেক যাদের নাম এইমূহুর্তে মনে আসছেনা।আর ফোনে কথা হয়েছে জিশান শা ইকরাম,শিপু ভাই আর টিনটিনের সাথে,আর পিচ্চী আশকারী তো একএলাকার ছোট ভাইল।
ফিউশন ফাইভ,দূর্যোধন,হাসান যুবায়ের,একরামুল হক শামীম,রাগ ইমন সহ অনেক সিনিয়র ব্লগারের পুরানো লেখাও পড়ি গোগ্রাসে।
উপরের ব্লগারদের নাম কিন্তু লেখার সময় মনে চলে আসছে,কেন??কিছু হেভিওয়েট ব্লগার ছাড়া মুটামুটি সবার সাথে ব্লগিং ইন্টার্যাক্সনটা আছে এইজন্য।কাউকে এখনও সামনাসামনি দেখিনি বা কথা হয়নি।
..তাহলে ব্লগের কারো কারো হিসেবে আমি উপরোক্ত সিন্ডিকেটের সদস্য।
..অধিকাংশ ছাগুদের পোস্টে ডিরেক্ট তাদের ঝুলিয়ে দেওয়ার কথা বলি,পিটিয়ে মারার কথা বলি,পাকিস্থানে পাঠানোর কথা বলি,মানে তাদের হুমকি দেই।
..কিছুদিন আগে কিছু ব্লগারদের ঢালাওভাবে কথা বলায় ক্যাচালে জড়িয়ে যাই একজন ব্লগারের সাথে,২টি পোস্ট দেই সেই ক্যাচাল নিয়ে,সেই ২ পোস্টে অনেকেই আমার পক্ষে বলেছে,মানে আমি তাদের চামচা বা তারা আমার চামচা।
...আমি মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন পোস্ট দিয়েছি বা মনে সেই আদর্শ লালন করি,মানে আমি মুক্তিযুদ্ধের দালাল।
...এখন আমি বুঝতেছিনা আমার কি ব্লগে থাকার অধিকার আছে কিনা,কারন আমার পছন্দের কিছু ব্লগারের সিন্ডিকেটের সাথে জড়িত,আমি ছাগুদের হুমকি দেই,আমি কারো চামচা,আমি মুক্তিযুদ্ধের দালাল।
ব্লগে একটা হুমকি সংক্রান্ত ঝামেলা চলছে,হুমকি দাতা আমার পছন্দের তালিকায় আছে,যাকে হুমকি দেওয়া হয়েছে সেও আমার পছন্দের একজন আবার হুমকি প্রচারকারীও আমার পছন্দের তালিকায় আছে।তারমানে আমার ৩পছন্দের ব্লগার ক্যাচালে পড়েছে আর কিছু ব্লগার তার থেকে চুইয়ে পড়া মজা লুটতেছে।আর সিনিয়র কেউ সেইটা মেটানোর উদ্যোগ নেওয়া থেকে দুরে দাড়িয়ে আছে।আর সবকিছু বুঝেও আমব্লগাররা আমার মত নিশ্চুপ হয়ে ক্যাচাল দেখছি।
এই অবস্থায় মনে একটা কথাই আসছে,ব্লগিংয়ের গুস্ঠী কিলাই