মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দার একটা আইনের বিধান করার জন্য ।
ইন্টারনেটসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননাকারীর সাজা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমনা। আর এ অপরাধের বিচার হবে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে। অভিযোগ গঠনের পর থেকে ১৮০ দিনের মধ্যে এ মামলা নিষ্পত্তির বাধ্য-বাধকতা থাকছে নতুন এ আইনে। বঙ্গবন্ধুর অবমাননাকে অজামিনযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রস্তাবিত এই আইনে।
কিন্তু তারপর ও একটা কথা কেমন যেনো না বলে পারছি না । আমরা সকলেই জানি,আজকের এই স্বাধীন বাংলাদেশ সৃস্টির পেছনে বঙ্গবন্দুর অবধান কতটুকু । চাইলেও কেউ তা অস্বীকার করতে পারবে না । আর যদি কেউ তা করেও থাকে তা হলে বুজে নিবো ঐ ব্যাক্তি তার জন্মদাতা বাবা কেও অস্বীকার করতে এতটুকু ভাববে না । তাকে অপমান করে কেউ কোনো কথা বললে তার শুধু যাবজ্জীবন না তাকে গুলি করে মেরে ফেলা উচিত ।
কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা কি কখনো ভেবে দেখেছেন ? যেই ব্যাক্তি কে সৃষ্টি না করলে, সৃষ্টি হতো না এই পৃথিবী,আকাশ,গ্রহ নক্ষত্র, এমন কি আপনি আমি কেউ না । সেই মহা মানব ”হযরত মুহাম্মাদ (সঃ)” ।
আজ আমরা প্রায়ই কিছু নাস্তিক বাদীদের কে দেখি ধর্ম কে নিয়ে টানাহেচরা করতে । কিছু কিছু বিষয় নিয়ে ইতমধ্যে অনেক সহিংসতা ও হয়েছে । এসব করে একদিকে যেমন দেশ ও সমাজের শান্তি নষ্ট করছে অপর দিকে আঘাত করছে ধর্মীয় অনুভুতিতে ।আমার জানামতে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন ।আপনি একজন পাক্কা মুসলিম ।তাহলে আপনার অনুভুতিতে কি একটু ও আঘাত লাগে না ??
নবীজি বলেছেন “আমাকে যদি কেউ তার নিজের জিবনের চেয়েও বেশি মহব্বত না করতে পারে,তাহলে সে মূমিন না” ।
তাহলে সেই নবীর প্রতি কোথায় আপনার মহব্বাত ? আপনি আপনার বাবা কে কেউ কটুক্তি করলে তাকে যাবজ্জীবন কারাদন্ড এবং কোটি টাকা জরিমানার করার আইন পাশ করতে যাচ্ছেন । কিন্তু যার উছিলায় আপনাকে সৃষ্টি করা হয়েছে,তার অপমানে আপনার ভূমিকা কোথায় ? নবীজিকে অবমানোনা কারীর কেনো ফাসি হবে না ? আপনী না এই দেশের প্রধানমন্ত্রী । আপনাকে যদি কেয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করেন “তোমাকে তো একটা দেশের বাদশা বানিয়ে ছিলাম ।সেই দেশের নাস্তিকেরা তো আমার বন্ধুকে গালি দিয়েছিলো তখন তুমি কোনো আইন করোনী কেনো ? তুমি আইন করেছিলা তোমার বাবার জন্য । কিন্ত কেন?? তখন আপনী তার কি উত্তার দিবেন ?
তখন ঐ বিপদের দিনে আপনাকে কে সাহায্য করবে ? আপনরার বাবা কি আপনাকে তখন বাঁচাবে ? কিন্তু তখন ঐ বিপদের দিনে মায়ার নবী ঠিকই বাচাতে পারবে ।
তাই আপনার করা আইনের সাথে নবীজিকে গালি দেওয়ার জন্য একটা কঠর আইন করে ফেলুন । তাহলে সকল মুসলমানদের মনে আপনার জন্য একটা আলাধা অনুভূতি সৃষ্টি হবে ।
ইন্টারনেটে বঙ্গবন্ধুর অবমাননায় যাবজ্জীবন, কোটি টাকা জরিমানা
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৬ বিকাল ৫:১৯