সিয়েরালিওনের লোকেরা যখন বাংলাদেশের পতাকা উড়ায় তখন আমরা গর্ব বোধ করি; পত্রিকায় ফিচার ছাপা হয়, টিভিতে ডকুমেন্টারি দেখানো হয়। এমনকি গিপি এড বানায়, যেখানে দেখা যায় সিয়েরালিওনের নারী-পুরুষ ও ছেলেমেয়েরা আফ্রিকান একসেন্টে গায় - আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি।
অথচ সেই আমরাই বিশ্বকাপের আগে আইন করি বিদেশি পতাকা উড়ানো যাবেনা। মজার বিষয় হলো সাপোর্টাররা ছাদে ছাদে বাঁশ দিয়ে যেই পতাকা উড়ায় সেগুলোকে সেইসব দেশের জাতীয় পতাকা বলা যায়না। কেননা কোনটারই সাইজ, কালার, রেশিও এবং ডিজাইন সঠিক না। এগুলো জাস্ট পতাকার মত কিন্তু পতাকা না।
পত্রিকায় এসেছে কোন এক চাচা নাকি জমিজমা বিক্রি করে দুই কিলোমিটার লম্বা জার্মানির পতাকা বানিয়েছে। এটা কি আদৌ পতাকা?
আপনি পাবলিকের বিনোদনের সব উপাদান কাইরা নিয়া তার হাতে হারিক্যান (বাবা) ধরায়া দিছেন। এখন লোকজন যখন তার নিজের বিনোদনের ব্যবস্থা নিজেই কইরা নিছে তখন আপনি ছড়ি হাতে আসছেন তার উপর মাদবরি করতে।
আপনারা এত কিউট ক্যান? হোয়াই ম্যান হোয়াই?