১.
সুন্দরবনে ডুবে গেছে কার্গো, নিয়ে কয়লা
বাঁচবে এ বন যদি সরাও আগে মনের ময়লা।
২.
চোর-বাটপার-ডাকাত-খুনির সব দাবি নিই মেনে।
মাসুল দিতে হবে পরে — এই কথাটিও জেনে।।
ভুগতে হবে জনগণের, যারা সব উল্লুক।
ভয় কি তাদের? দেশটা-তো ভাই মগেরই মুল্লুক।।
৩.
জীবন নিয়ে ছিনিমিনি খেলা চেতনায় তুই সাচ্চা।
বৃথা এ জনম বসুন্ধরায় তুই কুত্তার বাচ্চা।।
৪.
ইউরেনিয়াম নেই তো দাদা সুনামগঞ্জের হাওরে,
মাছ মরেছে এমনি এমনি, গ্রীণহাউজই ঠাওরে।
৫.
নতুন গরম খবর পাইবা, সবুর করো মনু;
তোমরা অহন ভুইল্যা গ্যাছো, আছিল এক তনু।