ফোটে না পুষ্প নিজের লাগিয়া, আপনারে করে দান;
নিঙড়ায় তারে অবাক পৃথিবী নিতে পুষ্পের ঘ্রাণ।
যে ফুল কাননে রাতের আঁধারে সুবাস পেখম মেলে,
দিন শেষে সে-ই ঝরে পরে রয় ধরণীতে অবহেলে।
পারবে কি কভু দিতে একটি ফুলের প্রাণের দাম?
সৃষ্টির সেরা বলছ নিজেকে মানুষ দিয়েছ নাম!