১.
কেরোসিনের আগুনে
লাভ আর ক্ষতি না গুনে
পুড়ব আজি ভালোবাসার খ্যাতা।
বলবি কি তুই আমারে
দিলাম ‘পাখি’ জামারে
তবু কেন তুই আমার উপর চ্যাতা?
২.
বসন্ত এসেছে নাকি তোমাদের ফুলবাগানে?
আমি নয় জিরিয়ে নিই, আমারই ঘুমবাগানে।
৩.
সামনের বাসার কুত্তাডারে থামান না ভাই কেউ,
দিনে রাইতে চব্বিশ ঘন্টা করতাছে ঘেউ ঘেউ।
৪.
বিড়ম্বনা ফেরি-ঘাটে বাসে ট্রেনে ও লঞ্চে,
ঘরে ফেরার আনন্দ কি মাটি হয় তাতে কন্চে’?
৫.
মাঝে মাঝে মনের মাঝে লাগে ভীষণ খটকা —
জীবন তবে পড়ল কি গো ফেসবুকেতে আটকা?
স্ট্যাটাস কমেন্ট লাইক ছাড়া যায় না দিনও একটা।
ধন্য হলো কেনা বুঝি ট্যাবলেট পিসি ম্যাকটা।