মুখে আসে যা-তা ছাইপাঁশ লিখছি।
কবিতা কি করে লেখে তাই রোজ শিখছি।।
অক্ষর মিলে যদি মিলে না তো মাত্রা।
ঢাকা থেকে শুরু হলে চিনে করে যাত্রা।।
বেমালুম বেশুমার শব্দের ভজকট।
লেখা চাই কবিতা মনে এলে ঝটপট।।
ছড়া যদি লিখি আমি পড়েনা তো বাবুরা।
কবিতার পাঠক হয় নরেন আর আবুরা।।
কেউ বলে বেশ বেশ লেখা যাও চালিয়ে।
লিখতে পারিনা রাতে আলোটাকে জ্বালিয়ে।।
মশা করে প্যান-প্যান মশা করে ত্যক্ত।
ছুড়ে ফেলে খাতা বলি — লিখব না ধ্যাত ত।।
কবি হয়ে লাভ নেই লাভ নেই কাব্যে।
কবিতা পড়েনা যারা তারা কি ভাববে?