বৃত্তের পরিধি পরিভ্রমন শেষে আজ গল্প সংকলনের ১২তম পর্বে এসে পৌছেছি । একবছর আগে আমরা চার ব্লগার(জনৈক গণ্ডমূর্খ, মাননীয় মন্ত্রী মহোদয়, দলছুট শুভ আর আমি) সুরমা নদীর পাড়ে ফুচকা খেতে খেতে এই সংকলনের কথা ভাবি । প্রথমেই সমস্যা বাধে সংকলনের নাম নিয়ে । ব্লগার 'আরজুপনি'র 'আশা জাগানিয়া' সিরিজে অনুপ্রাণিত হয়ে আমরা এরকমই একটা নাম খুঁজছিলাম । অনেক খুঁজে শেষে 'সামহোয়্যারইন গল্প-সংকলন' নামটি পছন্দ হয় । কিন্তু 'সামহোয়্যারইন' নামটি যেহেতু রেজিস্টার্ড, তাই কর্তৃপক্ষের যথাযত অনুমতির প্রয়োজন বোধ করি । 'জানা' আপাকে এ ব্যাপারে মেইল দিলে তিনি সানন্দে অনুমতি দেন । তারপরেই শুরু হয় আমাদের পথ চলা ।
'দলছুট' আর 'গণ্ডমূর্খ' ব্যক্তিগত ব্যস্ততায় সংকলনে সময় দিতে পারেনি । 'মাননীয় মন্ত্রী মহোদয়' বছর ব্যাপি সংকলনের জন্য চমৎকার সব প্রচ্ছদ করে দিয়েছেন । ব্লগার 'অপর্ণা মম্ময়' একটা বড় সময় ধরে গল্পের লিংক দিয়ে সংকলনে ভূমিকা রেখেছেন । ব্লগার 'মুহম্মদ ফজলুল করিম' এবং 'আমিনুর রহমান' স্বপ্রণোদিত হয়ে সংকলনের চমৎকার 'পিডিএফ' করে দিয়েছেন । পাশাপাশি সকল সহ-ব্লগারের আন্তরিক উৎসাহ আর অনুপ্রেরণা না পেলে হয়ত গল্প-সংকলন এত দুর আসতে পারতো না । তাই সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ, সকল ব্লগার-পাঠক এবং সংকলনের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপস্থাপন করছি আমার সম্পাদনায় শেষ গল্প-সংকলন,
'সামহোয়্যারইন গল্প-সংকলনঃ বৈশাখী এপ্রিল'১৪ ।
♣♣ নিতুর এপ্রিল । -অন্যমনস্ক শরৎ
♣♣ বৃত্তের ভিতর । -রিয়াদ(শেষ রাতের আঁধার)
♣♣ রং নাম্বার । -আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম
♣♣ সন্ধ্যের মত অন্ধ । -হাসান মাহবুব
♣♣ ডিরেক্ট সাইনের পরবর্তী অবস্থা! -শুকনোপাতা০০৭
♣♣ শেষ বিকেলে । -রাসেল হাসান
♣♣ বৃষ্টি রাতের কথা । -শুঁটকি মাছ
♣♣ একটি ছোট গল্প । -ফ্রাঙ্কেস্টাইন
♣♣ অন্ধ দোকানদার । -পাপতাড়ুয়া
♣♣ জীবনও প্রভাতও এলো বিদায়ও বেলা । -লাবনী আক্তার
♣♣ নীতু আপা । -ইমতিয়াজ ইমন
♣♣ শিরোনামহীন গল্প । -শীলা শিপা
♣♣ একজন সাধারণ ! -মামুন রশিদ
♣♣ নিহত সূর্যের দেশ । -রাবেয়া রব্বানি
♣♣ অসমতায়ন । -ধাতবগোলক
♣♣ "বৃষ্টি" । -রাসেল হাসান
♣♣ যে জল শুকাবে না শেষ বিকেলের রোদে । -আদনান শাহরিয়ার
♣♣ ক্ষত । -মোঃ ইসহাক খান
♣♣ পিশাচ । -টুম্পা মনি
♣♣ নিভৃত পর্যবেক্ষক । -নাজিম-উদ-দৌলা
♣♣ একটি হলুদ শাড়ির গল্প । -পেন আর্নার
♣♣ "বৈশাখ" । -রাসেলহাসান
♣♣ নীলাভ দুপুর । -না পারভীন
♣♣ শহর আমার একলা শহর । -ড়ৎশড়
♣♣ সুবাস । -রিয়াদ(শেষ রাতের আঁধার)
♣♣ রকিবুদ্দিন সাহেবের মেয়ে । -অপু তানভীর
♣♣ ঢাকাইয়া সুপারম্যান । -অপু তানভীর
♣♣ মুক্তি । -মোঃ ইসহাক খান
♣♣ ফুটকুড়াই । -সকাল রয়
♣♣ দৈহিক বিষয় । -ইমতিয়াজ ইমন
♣♣ কবি । -ইসতিয়াক অয়ন
♣♣ প্রদীপ নেভার আগে । -শুঁটকি মাছ
♣♣ শূন্যতার গদ্য । -ডি মুন
♣♣ ধন্যবাদ । -লেজকাটা বান্দর
♣♣ পি-সায়েন্টিস্ট । -ৎঁৎঁৎঁ
♣♣ সাভার অথবা স্বদেশ ধ্বসের প্রকল্প । -আকাশচুরি
♣♣ চুড়ি । -রেজওয়ানা আলী তনিমা
♣♣ নিষেধাজ্ঞা । -রুপালী সিংহ
♣♣ শুভ্র ও মুনিয়ার গল্প । -রাবণ রাজ
♣♣ বরাহ বিষাদ । -হাসান মাহবুব
♣♣ বিস্তৃতি । -মোঃ ইসহাক খান
♣♣ আলোর কোলাহলে নিখোঁজ জোছনা । -কান্ডারি অথর্ব
♣♣ তিনি... । -অপর্ণা মম্ময়
♣♣ বেলীর চোখে জল । -toysarwar
♣♣ আকাশ দেখা । -ইমতিয়াজ ইমন
♣♣ "জীবনের পেয়ালায় অতিরিক্ত কয়েক চুমুক" । -সাজিদ উল হক আবির
♣♣ সময়ের আবর্তনে । -সন্ধ্যা প্রদীপ
♣♣ অনুবাদ গল্প "দ্য মিরর" (হারুকি মুরাকামি) । -নাজিম চৌধুরী
♣♣ 'ন' আকারে না । -সুলতানা সাদিয়া
♣♣ এখানে কফিন পাওয়া যায় । -সমুদ্র কন্যা
কিছু কথাঃ ১২ মাসের পথচলায় গল্প-সংকলন সহ-ব্লগারদের অশেষ ভালোবাসা আর শুভকামনায় ঋদ্ধ হয়েছে । আর তাছাড়া এই সংকলন ব্লগের নবীন-প্রবীন গল্পকারদের একটা চমৎকার প্লাটফর্মে রুপ নিয়েছে । পাঠক-গল্পকারের এই মিথষ্ক্রিয়া অব্যাহত থাকা 'ব্লগ' এবং 'সাহিত্য চর্চা' দুটোর জন্যই দরকারি । তবে একজন ব্লগার সংকলনের স্থায়ী সম্পাদনায় থাকা কিছুটা দৃষ্টিকটু । তাই ব্লগের নিয়মিত গল্পকারেরা পর্যায়ক্রমে এই দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারেন । এরই অংশ হিসাবে সংকলনের পরবর্তী সংখ্যাগুলো সম্পাদনার দায়িত্ব নিতে সম্মত হয়েছেন আমাদের প্রিয় গল্পকার ব্লগার 'মাহমুদ ০০৭' ।
শুভকামনা সামহোয়্যারইন ব্লগ ।
শুভকামনা 'সামহোয়্যারইন গল্প-সংকলন' ।
শুভকামনা ব্লগার 'মাহমুদ ০০৭' ।
*********************************************
উৎসর্গঃ ঋষি ব্লগার 'ইমন জুবায়ের' ভাই, যিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত সামহোয়্যারইন ব্লগে পরম মমতায় ব্লগিং করেছেন । বাংলা ব্লগ জগৎ তাঁর কাছে চির ঋনী ।
"জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন ।"
********************************************
প্রচ্ছদঃ মাননীয় মন্ত্রী মহোদয় ।
ফটো ক্রেডিটঃ অন্তর্জাল ।
পূর্বে প্রকাশিত গল্প-সংকলনঃ
সামহোয়্যারইন গল্প-সংকলনঃ অগ্নিঝরা মার্চ'১৪
সামহোয়্যারইন গল্প-সংকলনঃ অশ্রুগড়া ফেব্রোয়ারি'১৪
সামহোয়্যারইন গল্প-সংকলনঃ ইমন জুবায়ের স্মারক জানুয়ারি'১৪
সামহোয়্যারইন গল্প-সংকলনঃ বিজয়ের ডিসেম্বার'১৩
সামহোয়্যারইন গল্প-সংকলনঃ নবান্নে নভেম্বার'১৩
সামহোয়্যারইন গল্প-সংকলনঃ মমতাময়ী অক্টোবার'১৩
সামহোয়্যারইন গল্প-সংকলনঃ শরৎ শুভ্র সেপ্টেম্বার'১৩
সামহোয়্যারইন গল্প-সংকলনঃ আশিস বহি আগস্ট'১৩
সামহোয়্যারইন গল্প-সংকলনঃ শ্রাবণধারায় জুলাই'১৩
সামহোয়্যারইন গল্প-সংকলনঃ রিমঝিম জুন'১৩
সামহোয়্যারইন গল্প-সংকলনঃ মহিমান্বিত মে-১৩