আমরা সবাই জানি 'ব্লগ ডে' উপলক্ষে ঢাকায় বৃহত্তর পরিসরে জাতীয় ভাবে বিশাল অনুষ্টান আয়োজন করা হবে । কিন্তু কর্মব্যস্ততা, দুরত্ব জনিত কারনে বা নানাবিধ অসুবিধার জন্য আমাদের অনেকেরই হয়ত ঢাকার অনুষ্টানে যোগদান করা সম্ভব হবেনা । তাহলে ঐদিন কি আমরা সিলেটি ব্লগাররা বইয়া বইয়া খমলা লেবুর খোষ (খোসা) চুষতাম নি ?? না, এটা কিছুতেই হতে পারে না । আমরাও 'ব্লগ ডে' উদযাপন করব এবং সেটা সিলেটে বসেই ।
সিলেটে 'ব্লগ ডে' উদযাপনের ব্যাপারে ইতিমধ্যে ব্লগার নিয়েল (হিমু) একটা দৃষ্টি আকর্ষন মূলক পোস্ট দিয়েছেন এবং ঐ পোস্টে আমরা একটা বেশ ভালো রকম সাড়া পেয়েছি । ব্লগ কর্ত্রী জানা'পু নিজে কয়েকটা সুন্দর আর মজার কমেন্ট করে আমাদের উৎসাহ দিয়ে গেছেন । ঐ পোস্টে নিয়েল (হিমু) তার ফেসবুক আইডি দিয়েছেন, যেন ব্লগাররা সরাসরি উনার সাথে যোগাযোগ করতে পারেন এবং 'ব্লগ ডে' উদযাপনের ব্যাপারে মূল্যবান মতামত রাখতে পারেন । আমরা আবার সেই পোস্টের লিংক একটু দেখি ।
ব্লগ ডে উপলক্ষে সিলেটে অবস্থানরত ব্লগারদের দৃষ্টি আকর্ষন
সেই পোস্টে দেয়া ব্লগার নিয়েল (হিমু)'র ফেসবুক আইডি লিংক আবার দিচ্ছি যেন ব্লগাররা ইনবক্সে তার সাথে যোগাযোগ করতে পারেন ।
http://www.facebook.com/himuhello
ইতিমধ্যে বেশ কিছু ব্লগারের সাথে নিয়েল (হিমু)'র যোগাযোগ হয়েছে । আমরা আপাতত একটা সিদ্ধান্ত নিয়েছি আগামী ২৯ নভেম্বর বৃহষপতিবার বিকেল চার'টায় সিলেটের প্রবেশদ্বার কীন ব্রীজের নীচে চাঁদনি ঘাটের সিড়ির নিকট একটা আড্ডা দিব । ঐ আড্ডায় ১৯ ডিসেম্বরের 'ব্লগ ডে' উদযাপনের প্রস্তুতি নিয়ে প্রি-ব্লগ ডে আলোচনা করতে চাই । ঐ আড্ডায় আপনাদের উপস্তিতি আর মূল্যবান মতামত একান্ত কাম্য । যারা এখনও ব্লগার নিয়েল (হিমু)'র সাথে যোগাযোগ করতে পারেন নি তাদের অনুরোধ করব তার ফেসবুক আইডি'র ইনবক্সের মাধ্যমে অথবা নিচের মোবাইল নাম্বারে কল দেয়ার মাধ্যমে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি । উল্লেখ্য, মোবাইল নাম্বারটি নিয়েল (হিমু)'র সম্মতিতেই দেয়া হলো ।
নিয়েল (হিমু)- ০১৯৪৫-৭৩৯৩৩৫
সিলটি ভাইসাব আর বুজি'রা, আফনারার দিলো তাইকা অংশগ্রহন আশা কররাম । আইরা নি তে ??
একটা সিলটি ছিলক (প্রবাদ) একটু ভিন্ন ভাবে পরিবেশন করে শেষ করছি ।
হাওর হইলো হাকালুকি
বাকি গুনতা কুয়া
শহর হইলো আমরার সিলেট
বাকি গুনতা ফুয়া
আসুন বাংলাদেশর বাকি সব শহরকে দেখিয়ে দেই,
কিগ্গু বেই, সিলট'র লগে লাগতায় আইরায় নি ।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১০:২৯