....পথে ঘাটে, রিকশা-বাসে, টিভি টকশোতে, একটাই কথা শুনি বারবার : গণতন্ত্র মানেই - আমার অধিকার ! আমার অধিকার ! বলে চারদিকে চিৎকার !!
... সবাই শুধু আমার আমার করলে, এখানে একটা শক্তির ব্যাপার ; দখলের ব্যাপার চলে আসে । টানাটানি, কাড়াকাড়ির ব্যাপার চলে আসে । হুড়োহুড়ি-মারামারি-পাড়াপাড়ির ব্যাপার চলে আসে । তখন এদের মাঝ থেকে যেই " আমার " এর গায়ে শক্তি, জোর বেশি - সেই এটা দখলের চেষ্টা করে ! দখল নিয়েও নেয় !!
- কেন গণতন্ত্র মানে শুধু আমার অধিকারই হবে ?
ইউরোপ-আমেরিকা যাদের আমরা উন্নত বলি, তারা একে অন্যকে বলে - না ভাই, আমার ভুল হতে পারে, আপনি বলুন !
: আমরা বলি - আরে রাখেন মিয়া, আপনি কি জানেন । আমার কথা শুশুন !!
ইউরোপ-আমেরিকা যাদের আমরা উন্নত বলি, তারা নিজে আইন মানে - না হলে অন্যের ক্ষতি হতে পারে ।
: আমরা বলি - আরে রাখেন মিয়া, ও হিন্দু, ও গরীব, ও কৃষক, ও ড্রাইভার ওর কথার কি মূল্য আছে । রাখেন মিয়া, আমি বলি আপনি শুনেন !!
- কেন গণতন্ত্র মানে, যেকোন উপায়েই হোক, ক্ষমতা দখল, তারপর দূর্নীতির ছড়াছড়ি ?
- কেন গণতন্ত্রের মানে, শিক্ষিত হয়ে, দূর্নীতির পয়সায় বানাবো টাকার পাহাড়, বাড়ি-গাড়ী ?
- কেন গণতন্ত্র মানেই শুধু সংবিধান রক্ষার নামে, গরীবের ওপর উপর থেকে চাপানো ছড়ি !
- কেন গণতন্ত্রের মানেই শুধু পাঁচ বছর শেষেই ভোট আর লুটপাটের হুড়োহুড়ি ?
- কেন গণতন্ত্রের মানে, এমন হাজারো প্রশ্ন ঘুরে ফিরে বারবার !!
সংগাতেই এর ভুল প্রয়োগ হয়ে এসেছে বছরের পর বছর জুড়ে বারবার !
......... সময় এসেছে এবার, নতুন করে ভাবার । নতুন ভাবে ভাবার !!
তবে, গণতন্ত্র মানে কি ??
.... গণতন্ত্র মানে আমি বুঝি সবার আগে অন্যের অধিকার, তার অধিকার, আপনার অধিকার, তোমার অধিকার ।