কি করে নামাজ পড়ে ?
_____কি নামাজ পড়রে ভাই সকাল বিকাল
উঠা-বসাই সার হবে যদি থাকে জ্ঞানের আকাল;
ভেবে দেখো মন, নামাজ যদি হয় মেরাজ সফর
তবে কি পেয়েছো আজো তুমি রবে'র দিদার ?
____ভেবে মন পায় না কোন কুল কিনারা
কি করে আলী'র পায়ের তীর খুলে নিল তারা,
নামাজ মাঝে; এমন নামাজ পড়তে কিবা নিয়ম বলো
দিলের মাঝে নাই যদি থাকে নূরের আলো !
কালোর আধার কাটতে যদি নামাজ এলো
চৌদ্দশো বছরেও কেনো আধার- দূর না হলো,
তবে মন তাকিয়ে দেখো খুব খেয়ালে
কোন কি ভুল হয়েছে ভুলের ছলে !
নামাজে মন বসাও- মন, খেয়াল করে
নিজেকে করো বিলীন লীনের তরে।
শিখো মন থাকতে আয়ু, জীবন জুড়ে
নামাজের মত কি করে নামাজ পড়ে !
______ আব্দুল্লাহ আল মামুন।