সুনিশ্চিত পরাজয় !
হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির প্রমাণ পেতে
ডীপ ফ্রীজের গভীরতম প্রকোষ্টে রেখেছি প্রেম,
যেন তুমি এবং তোমার ভালবাসা জমে যায় তাতে !
ছোট ছোট প্রেম কণা বিন্দু বিন্দু মন
গড়ে তোলে ভালাবাসা সারাটি জীবন;
বলেছিল নীতেন স্যারের ছোট মেয়ে
_____________অনুপমা সেন !
- একটু জল খাওয়াবে ?
- উত্তর দিয়েছিলে_
' শুধু জলের তৃষ্ণাই বুঝি লাগে', চোখের কি মাথা খেয়েছো নাকি !
মনে পড়ে গেল, আমার সেই পুরানো ফিডার
পার্পাল কালারের টেডি বিয়ার আকা কোলবালিশ; আর
শিড়দাড়া বেয়ে নেমে যাওয়া এক চোরা জলস্রোত, যা আগে বুঝিনি !
ইদানিং-
হৃষ্টপুষ্ট মানিব্যাগে ফুলে ফেপে থাকে আমার সমগ্র চেতনা,
জেনারেল জল খাওয়া ছেড়েছি কবে, হাতে মিনারেল বোতল,
বিলাতি ঘড়ির দোকান- গুলিস্তান মোড়, রোলেক্স ঘড়ি কিনেছি
দুই শত পঞ্চান্ন টাকা গুনে, জামা-জুতার ইস্ত্রীর চাপে সমতল।
তবুও
পড়ে গেছে একে একে আমার দশটি উইকেট
তোমার অনিচ্ছার এই উঁচুনিচু স্লো পিচে।
দম দেয়া সিটি কর্পোরেশানের ঘড়ির কাটা
বারোটা ছুই ছুই, পার্কে বেঞ্চিতে বসে অপেক্ষায়।
আমি জেনে গেছি হলো না, এজনমে আর
তাই, উপভোগ করে নেই শেষ পরাজয় !