ততদিনে আমি ভুলে গেছি
তোমাদের অলিগলি,চেনাপথ
পুরানো অভ্যাসের ভুল বিকেলে,
উকি দিয়ে দেখে যাই;
সে জারুল গাছটি আছে কিনা সেখানে।
ততদিনে আমি ভুলে গেছি
তোমাদের অলিগলি,চেনাপথ
মোড়ের করিমের দোকানে বাজানো গান,
" সাইয়া দিলমে আনা রে "
ভ্রুকুটি করে তাকানো ভুরিয়াল চাচা,
'কি মামা, দেখা হয়েছে', বলে ফিক করে হেসে দেয়া
শার্টের বুতাম খোলা, চানাচুরওয়ালা- বজলুল রহমান।
ততদিনে আমি ভুলে গেছি
তোমাদের অলিগলি,চেনাপথ
" কুকুর হইতে সাবধান"
লেখা ষ্টেইনলেস ষ্টীলের গেট।
ম্যানহোলের জ্যামিতিক মিসিং,
আমার কেটে যাওয়া পায়ের ক্ষত।
অযাচিত অকারণ ঘোরাঘুরি
বিকেলে ঘোর পথে যাওয়া মিথ্যে কোচিং।
ততদিনে আমি ভুলে গেছি
তোমাদের অলিগলি,চেনাপথ
বড় হয়ে গেছে ওপাড়ার আর বালিকারা,
ঠোটের কোনায় যাদের তাচ্ছিলের অনুচ্চারিত প্রশ্ন !
আমিও মনে মনে উত্তর গুছিয়ে রাখি-
নিশ্চয় ভালো আছে -- নয়নতারা !!