বিটলস এর লইয়া বিটলামী
আমার ভেতরে বাস করে এক স্বপ্নীল আবেশ
আহা বেশ আহা বেশ , আসলেই ওটা বেশ
আমার আবেশ আমি তা লুকাতে পারি না
একবারই ধোয়া, তারপরে আর ছাড়ি না
এর বেশী নিতে পারি না, পারি না, পারি না
আমাকে বিশ্বাস কর, আমি গোলাপী ট্রেনটাকে মিস করি
তারপরেও ওটা ঠিক, ওট ঠিক্ ঘটে
আমি গোলাপী ট্রেনটাকে কিস করি
আরে না, আরে না, আমি চাই এ ঘটনা আরো ঘটুক
আমি নেশায় আছি ,চাই না নেশা কাটুক
বছরগুলো আজো চমৎকার
আজো বলেনি বন্ধুরা আমার
খুজেছি বন্ধু কত
যে আমার মতই নেশায়
নিজের পায়ে দাড়িয়ে গান শোনায়
আমার আবেশ আমি, জানে সবাই
আমার স্বপ্নীল আবেশে আমি জড়াই তাই
এখন সবারই চাপ, কারন সময় খারাপ
এখন সময় কালোবাজারির, সময় ভালো
পাবলিকের টাকা সব লুটে নিলো
এখন অনেকেই বড়লোক হতে চায়
ক্ষমতার আড়ালে ছিলেন ভাইজান, তার দিকে হাত বাড়ায়
যারা কিছু পায় না
তারা বলে এক মাঘে শীত যায় না
আমাদেরও ভালো সময় আসবে
ক্ষমতা আমাদেরও ভালোবাসবে
পাযের পাতায় আঙ্গুল পাঁচ
নিজের পায়ে দাড়িয়ে সবাই করতে চাচ্ছে ঘটনার আঁচ
আমারও একটা অনুভূতি আছে
নাকি সবার মত হইয়া গেছে ভোতা
নাকি কইতাছি উল্টাপাল্টা কথা
আসলে আমার ধোয়া হয়ে গেছে শেষ
আমারও আছে এক স্বপ্নীল আবেশ
১. ১৮ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:১৪ ০