গতকাল রাতে বিবিসি থেকে শুরু করে বিশ্বের প্রায় বড় বড় সব চ্যানেলে একযোগে প্রচার করা হয়, "মদীনায় আত্মঘাতী বোমা হামলা হয়েছে, ২-৩ জন মারা ও গেছে"। কিন্তু আসলেই কি বোমা হামলা ঘটেছে নাকি অন্য কিছু? আসুন, সত্যটা জানি।
এতদিন জানতাম আমরা বাংগালরাই হুজুগে। এখন দেখছি বিশ্বের প্রায় সবাই এই রোগে আক্রান্ত। এর পিছনে মুল কারিগর হল পশ্চিমা মিডিয়া। এই মিডিয়ায় কারনেই আজ প্রকৃত স্বাধীনতাকামী মুসলিমরা হয়ে যায় জংগী আর মুসলিম নিধনকারী শয়তনাগুলো হয়ে যায় শান্তিপ্রিয় হিরো। যাক সে কথা।
গতকাল সন্ধায় এক এরাবিয়ান খুব দ্রুত গাড়ি ড্রাইভিং করে ইফতারের জন্য এক পার্কের সামনে গাড়িটা পার্কিং করে যায়। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারনে কিছুক্ষন পর তার গাড়িটা বিকট আওয়াজে বিস্ফোরিত হয়। ভিতরে গ্যাস সিলেন্ডার, গাড়ির টায়ার সব বিস্ফোরিত হওয়ায় পুরো শহর কেঁপে উঠে। আতংকে মানুষ ছুটাছুটি শুরু করে। গুজব উঠে যায় বোমা হামলা হয়েছে।
মিডিয়াগুলো আগপিছ না ভেবেই প্রচার শুরু করে দেয়। কারন এটা যেহেতু মদীনায় তাই বিধর্মীদের এটা নিয়ে চুলকানির উপাদান তৈরি হবে।
তাই আসল সত্যটা জানুন। একটা লিংক দিলাম। সত্যটা বুঝার চেষ্টা করুন।
এই আইডির টাইমলাইনে ভিডিওটা দেখুন।
কমেন্টে লিংক দিচ্ছি। এখানে দেওয়া যাচ্ছে না। আর কমেন্টে না থাকলে সবাই "শাবীব তাশফী" লিখে ফেসবুক বা গুগলে সার্চ দিলে যে আইডি আসবে সেটার টাইমলাইনে ভিডিওটা পাবেন।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪৩