শুরুতেই কয়েকটা প্রশ্ন, সবশেষে কিছু বিশ্লেষণ :
# "রাত পৌনে ৯ টায় হামলার খবর পাওয়ার দীর্ঘ ১০ ঘন্টা পর সকালে উদ্ধার অভিযানে পূর্ন শক্তি নিয়োগ করার মানে কি? রাতেই কি কমান্ড অভিযান চালানো যেত না?
## হামলার পর বাংলাদেশের মিডিয়ায় খবর আসার আগেই ভারতের মিডিয়ায় ২জন কুটনৈতিক হত্যার খবর কিভাবে প্রচারিত হয়? (পিলখানা হামলার পর ও সবার আগে ভারতের মিডিয়ায় নিহতের খবর আসে)
### হামলার পর আইএস দায় স্বীকার করল, অথচ জিম্মিকারীদের দেওয়া তিনটা শর্ত প্রমান করে তারা জিএমবি। এর সমাধান কি?
#### মানুষকে মৃত্যুর মুখে রেখে রাজনৈতিক নেতারা একে অন্যের উপর দায় চাপানোর এই খেলার এখন কি কোন মানে আছে?
------
মজার বিষয় হচ্ছে, আইএস মধ্যপ্রাচ্য থেকে উড়ে এসে গুলশানে হামলা করল, প্রথমে প্রচার হল ভারতের মিডিয়া থেকে অত:পর দায় স্বীকার করা হল ইসরাইলের পরিচালিত আইএসের পেইজ থেকে। প্রতিটা হত্যার পর আমাদেরকে এই আইএস নামক ডোজ গিলানো হয়। সবার দৃষ্টি সেদিকে ঘুরিয়ে কারা আমাদের নাচাচ্চে সেই খবর আছে আমাদের?
আমাদের প্রধানমন্ত্রী হুংকার দিলেন " জংগী মোকাবেলায় আমরা সফল"। অথচ ৪০ জনের মধ্যে ২৮ জনই মারা গেল। তাহলে বেকুবের মত এরকম তৃপ্তীর ঢেকুর তোলা একজন প্রধানমন্ত্রীর পক্ষে কতটুকু মানায়?
এবার আসুন, আমাদের গৃহপালিত মিডিয়াগুলোর অবস্থা দেখা যাক। কোন চ্যানেলে ৫জন, কোন চ্যানেলে ২৪ আবার ২০ অতপর ২৮। আমরা কোথায় যামু? কার কথা বিশ্বাস করমু।
শুনলাম এক জংগী নাকি ধরা খাইছে। এবার জানিনা বাকিটা কি ইতিহাস হয়ে থাকবে নাকি রহস্যের অতল অন্ধকারে চিরকাল ডুবে থাকবে?
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ২:২৬