শিক্ষককে হত্যার উদ্দেশ্যে কোপানো ফাহিমকে গ্রেফতারের পর "চাপাতি গ্রুপ" চিহ্নিত হবে এই আশায় যখন সারা দেশ অপেক্ষা করছে তখনি শুনলাম ফাহিম আর নেই। যুদ্ধের ময়দানে সে নিহত। হাতকড়া নিয়ে ও লড়াই!! সিনেমার গল্প ও এত রসালো হয় না! থলের বিড়াল আর বের হল না! কলংকমুক্ত হল সোনার বাংলাদেশ!
এদিকে ফাহিম হত্যার পর ফেসবুক সহ অনলাইনে চলছে নানা পতিক্রিয়া। আসুন দেখে নেই কে কি বলছেন।
সাব্বির জনি লিখেছেন,
শিক্ষককে হত্যার উদ্দেশ্যে কোপানো ফাহিমকে কোন পুলিশ গ্রেফতার করেনি, তাকে ধরেছিল সাধারণ জনগন। যথারীতি পুলিশ তাকে গুলি করে খুন করেছে। এর কারণ খুবই স্পষ্ট। ফাহিমের দেয়া স্বীকারোক্তি থেকে বেড়িয়ে পরবে চলমান হত্যাকাণ্ডে সরকার এবং সরকারের পৃষ্ঠপোষক রাষ্ট্রের গোয়েন্দা সংস্থ্যার সংশ্লিষ্টতা।
ময়েনউদ্দিন লিখেছেন,
রিমান্ডে থাকা আসামি গোলাম ফায়জুল্লাহ ফাহিম (১৯) পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন? হায়রে বোকার দল। রিমান্ডে থাকা অবস্থায় সে অস্ত্র পেল কোথায় থেকে? বাংলা সকল সিনেমার গল্পকে হার মানায়!
এমাদুল্লাহ লিখেছেন,
হাত করা থাকা অবস্হায় কিভাবে যুদ্ধ করল? পুলিশ আগে ফাহিমকে সেইফ করে নিজেরা অন্যদের সাথে যুদ্ধ করার কথা!! আর যত বন্দুক যুদ্ধ হয় সব জায়গাই খালী হাত করা ওলারা ঐ নিহত হয়। তা সবসময় রাতে? এত বড় বড় বুন্দুক যুদ্ধ হয় কিন্তু কোন পুলিশ সদস্য আহত ও হয় না! বাহ কি চমৎকার! আমরা আম পাবলিক কিছুই বুঝি না!
এম ওবাইদুর রহমান লিখেছেন,
যা ভেবেছিলাম তাই হলো । পুলিশ মাদারীপুরের হাসপাতালে ফাহিমের লাশ পৌছে দিয়েছে। এ সময় লাশের হাতে হাতকড়া ও বুকের বাম পাশে রক্তাক্ত জখম দেখা গেছে।
ট্যার্গেট কিলিং এর এই আসামীকে কিন্তু পুলিশ ধরেনি ধরেছিল জনতা। আমরা আশা করেছিলাম এবার হয়ত এই গ্যাং কে চিন্হিত করা যাবে। তবে আশংঙ্কাও ছিল। ফাহিমকে নিয়ে গতকালের নিউজ ছিল সে পুলিশকে বিভান্ত কর যাচ্ছে। আবার কিছু পত্রিকা লিখেছিল ইসরাইলের মোসাত আর শিবিরের সংগে নাকি ফহিমের যোগাযোগ আছে ! ফাহিম বেচে থাকলে কার লস হত সেটা নিশ্চয় জনতা ভেবে দেখবে। আমাদের হাত বাধা, চোখ বাধা কিন্তু আমরা উপলোব্দি করতে পারছি অনেক বড় ঝুকিতে আছে প্রিয় মাতৃভূমি। একমাত্র আল্লাহর খাস রহমত ছাড়া এই জাতির উদ্ধারের আর কোন পথ নেই।
ঘোর সরকার-বান্ধব হিসেবে সুপরিচিত প্রথম আলোর কমেন্ট গুলোতেও ( যদিও সরকার বিরোধী মন্তব্য এডিট করে প্রচার করা হয় ) পাঠক প্রতিক্রিয়া একই রকম।
নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন,
এই বাচ্চা ছেলেটাকেও মেরে ফেলল
তবে কি তার কাছে অনেক তথ্য ছিল?
রবিউল রানা লিখেছেন,
দারুন স্ক্রিপ্ট। সিনেমাটার নাম কি?
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৮