তুমি নন্দিত, আল্লামা সাঈদীর লাখো মানুষের জলসায়,
আছো হেফাজত, জামাত, তাবলীগ, চরমোনাইদের ঈমানী চেতনায়।
তুমি মুফতী আমিনীর রক্তে আগুন ধরা জ্বালাময়ী সে ভাষন,
তুমি মাদ্রাসা-মক্তবে মিশে থাকা শায়খ হাফিজ্জীর স্বপন।
তুমি ছেলে হারানো শহীদমাতার ২০১৩ এর দিনগুলী,
তুমি বুকের মাঝে আগলে রেখেছ শাহ- জালালের পদধুলী।
তুমি পাঁচ কিংবা তার অধিক হাজারো শহীদের প্রাণ,
তুমি শাপলাচত্বরে ঘুমরে উঠা স্বজনহারা সেই গান।
আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালবাসি,
তুমি বারো আউলিয়ার পুন্যুভূমি তাই তোমায় ভালবাসি।
তুমি মুহিব খানের বিপ্লবী কবিতা "ইঞ্চি ইঞ্চি মাটি"
তুমি সীমাহীন ত্যাগে গড়ে উঠা ধর্মীয় রাজনীতির ঘাটি।
তুমি সুরের পাখি আইনুদ্দিনের দরদমাখা সেই গান,
তুমি মাওলানা ভাসানীর সর্বনাশা ফারাক্কামুখী অভিযান।
তুমি শাইখুল হাদীসের দীপ্ত ভাষায় বোখারীর তাশরীহ,
তুমি চরমোনাই পীরের জবানে জারী মহান রবের তাসবীহ।
তুমি শহীদ মাজলুম কাদের মোল্লার অশ্রুসিক্ত গোর,
আল্লামা ওলিপুরী, মুফতী ওয়াক্কাসের নতুন দেখা সেই ভোর।
তুমি "নাস্তিক মুক্ত বাংলা গড়ার"
তেজদ্দীপ্ত হুংকার,
তুমি লাখো মুমিনের দীপ্ত শপথে বেজে উঠ বারবার।
তুমি প্রতিটি পংগু জামাত-হেফাজতীর অভিমানের সংসার,
তুমি দোয়া,মুনাজাত,রাতের তাহাজ্জুদে কেঁদে উঠা হাহাকার।
আমার প্রাণের বাংলা,,,,,,,,,
( বি: দ্র গানটি সর্বপ্রথম নকল করেছিলাম ২০১৪ সালে। ফেসবুক ও অনলাইনে গানটি ব্যাপক চর্চা হয়। অনেকেই গানটি নিজস্ব মতধারায় এডিট করে পোস্ট করেছিলেন। টুডে ব্লগে ও গানটি পোস্ট করেছিলাম। আজ সামু ব্লগে পোস্ট করলাম। কেমন হল জানাবেন?
আরেকটি কথা! জেমসের মুল গানে যে সব মনিষীদের কথা বলা হয়েছে আমি সবাইকে শ্রদ্ধা করি। তবে ইসলামিক ঘরানায় গানটি এভাবে হলে কেমন হত তা বুঝার জন্যই নকল করার ক্ষুদ্র প্রয়াস।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:২৮