১।
গিন্নি : স্বামিকে উদ্দেশ্য করে, এই শুনছ এই পত্রিকায় দেখ সিগারাটের কি কি খারাপ দিক আছে তা সুন্দর করে লিখেছে, আমি কত করে মানা করি সিগারেট খেয় না তুমি তো কিচ্ছু শুন না
#
#
কর্তা : ঠিক আছে তাহলে কালকে থেকে বাদ
#
#
গিন্নি : খুশি হয়ে, বাহ্ আমি এত দিন থেকে সিগারেট খেতে মানা করছি শুনছনা আর আজ এই পত্রিকায় লিখেছে বলে সিগারেট বাদ:-
#
#
কর্তা : না না ঐ পত্রিকা বাসায় রাখা বাদ
২।
শিক্ষক ছাত্রকে সিগারেট খেতে দেখে বলল : বাবা সিগারেট খেয় না , সিগারেট স্বাস্থের অত্যন্ত ক্ষতিকর তার চেয়ে তুমি পান খাও ক্ষতির পরিমান কম হবে।
#
#
#
কিছুদিন পর দেখা গেল ঐ ছাত্র পান খাওয়া শুরু করেছে
#
#
#
ছাত্র : শিক্ষকের কথা ফেলতে পারলামনা তাই পান খাওয়া শুরু করলাম কিন্তু
#
#
#
সিগারেটটাও ছাড়তে পারলামনা
৩।
আর্মী পরীক্ষায় প্রাথমিক পর্যায়ে প্যান্ট খুলে কি জানি চেক করে
#
#
এইরকম এক পরীক্ষার্থীর প্যান্ট খুলে নেড়ে চেড়ে দেখে উপুড় হতে বলল এবং পিছন দিক দেখেতে দেখতে বলল তুমি সিগারেট খাও নাকি
#
#
পরীক্ষার্থী ছিল অত্যন্ত পোংটা বলল : কেন স্যার, ধোয়া বেরোচ্ছে নাকি
৪।
গিন্নি : সিগারেট না খেলে কি হয়? কই, আমার মুখে কোনোদিন সিগারেট দেখেছ?
কর্তা : সিগারেট খেতে হলে মুখ বন্ধ রাখতে হয়, কই, তোমার মুখ তো কোনদিন বন্ধ দেখি নি।
৫।
এক ব্যক্তি গ্রামের সব সিগারেট খোর লোককে একত্র করলেন সিগারেটের
অপকারিতা সর্ম্পকে বুঝানোর জন্য ।
প্রথমে তিনি একটি কাঁচের
জারে সিগারেটের ধোঁয়া ঢুকালেন।তারপর
ঐ জারে একটি পোকা ঢুকিয়ে দিলেন।
কিছুক্ষণ পর পোকাটি মারা গেল।
তারপর তিনি সবাইকে উদ্দেশ্য
করে বললেন, এ
থেকে আপনারা কি শিখলেন?
এক সিগারেট খোর লোক দাঁড়িয়ে বললো,এ
থেকে আমরা শিখলাম,
।
।
।
।
সিগারেট খেলে পেটের সব পোকামাকড় মারা যায়।
৬।
এক ছেলে সিগারেট খাচ্ছিল দেখে এক মেয়ে জিগ্যেস করলো,
আচ্ছা আপনি কত বছর ধরে সিগারেট খান??
ছেলেঃ কেন ..??!!!
মেয়েঃ নাহ মানে আমি বলতে চাচ্ছি আপনে যদি সিগারেট
খেয়ে এত টাকা নষ্ট না করতেন তাহলে সামনের
ওই কারটা হয়তো আজ আপনার হতে পারত!!
ছেলেঃ আপনি কি সিগারেট খান..??
মেয়েঃ নাহ
ছেলেঃ সামনের অই কার টা কি আপনার??
মেয়েঃ নাহ
ছেলেঃ সামনের ওই কারটা আমার
৭।
এক চেইন স্মোকার কে একদিন ২ টা সিগারেট একসাথে জ্বালাতে দেখে এক ব্যাক্তি জিজ্ঞাসা করলো , ” ভাই, শেষ খাওয়া খাচ্ছেন নাকি? ”
লোকটি উত্তর দিল, আমার বন্ধু মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছে, দোস্ত, "যখনি বিড়ি খাবি, আমার নাম করেও একটা খাবি”
এই জন্যেই ২ টা খাচ্ছি।
এর কিছু দিন পর, একদিন তাকে ১ টি সিগারেট খেতে দেখে লোকটি আবার জিজ্ঞাসা করলো ,
কি ভাই? বন্ধুর কথা ভুলে গেলেন নাকি?
লোকটির উত্তর, না ভাই,
আমি সিগারেট খাওয়া ছেরে দিয়েছি । এখন শুধু বন্ধুর টা খাচ্ছি।
৮।
আম্মু : শুনলাম তুমি নাকি ইদানিং সিগারেট খাওয়া শুরু করেছ। কথা কি সত্য ?
ছেলে : জ্বী আম্মু কথা সত্য।
আম্মু : শুনে ভালো লাগলো যে তুমি সত্য কথা বলা শুরু করেছ। আচ্ছা যা খেয়েছ খেয়েছ, আর খেয়েোনা না।
তো আমি কি জানতে পারি যে, তুমি হঠাৎ সিগারেট খাওয়া শুরু করলে কেন ?...
ছেলে : এইটা আম্মু... আমি দেশ ও দশের কথা ভেবে খাওয়া শুরু করেছি।
আম্মু : মানে ?
ছেলে : সিগারেট হলো দেশের শত্রু ঠিক কিনা বল?
আম্মু : হ্যাঁ ঠিক ।
ছেলে : সিগারেট হলো পরিবেশের শত্রু ঠিক কিনা বল ?
আম্মু : হ্যাঁ ঠিক ।
ছেলে : সিগারেট হলো যুব সমাজের শত্রু ঠিক কিনা বল ?
আম্মু : হ্যাঁ ঠিক।
আমি : এই জন্যই তো এইটারে জ্বালায়ে পোড়ায়ে নিঃশেষ করে দিতাছি....
সিগারেট ছাড়া কোন ব্যাপার না, আপনার ইচ্ছা শক্তিই যথেষ্ট
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৬