আমার দেখা সেরা ফিকশন মুভিগুলো
আমার দেখা সেরা সাইকোলজিক্যাল থ্রিলার/ড্রামা
রহস্য কে না ভালোবাসে? আর সেই রহস্যের নির্মাতারা যদি হন স্টিফান কিং বা রোমান পোলানস্কি বা হিচকক তাহলেতো আর কোন কথাই নেই। আমার দেখা সেরা ডিটেকটিভ মুভিগুলো নিয়ে আজকের আয়োজন - এবং প্রতিবারের মতো এবারও আশা করে আছি যারা মন্তব্য করবেন তাঁরাই রিভিউ দেবেন।
L.A. Confidential(1997)
IMDB rating: 8.4
Directed By: Curtis Hanson

Chinatown(1974)
IMDB rating: 8.5
Directed By Roman Polanski
Double Indemnity(1944)
IMDB rating: 8.6
Directed By: Billy Wilder

M(1931)
IMDB rating: 8.6
Directed By: Fritz Lang

Rear Window(1954)
IMDB rating: 8.8
Directed By: Alfred Hitchcock

The Departed(2006)
IMDB rating: 8.5
Directed By: Martin Scorsese

JFK(1991)
IMDB rating: 8.0
Directed By: Oliver Stone

Se7en(1995)
IMDB rating: 8.6
Directed By: David Fincher

The Usual Suspects(1994)
IMDB rating: 8.7
Directed By: Bryan Singer

Gone Baby Gone(2007)
IMDB rating: 7.9
Directed By: Ben Affleck

Insomnia(2002)
IMDB rating 7.2
Directed By: Christopher Nolan

Dirty Harry(1971)
IMDB rating: 7.9
Directed By: Don Siegel

অতি অবশ্যই সাজেশন থাকলে জানাবেন যাতে সামু ব্লগকে পেইন দিয়ে আরো কিছূ ছবি অ্যাপ করে লিস্টটাকে আরো সমৃদ্ধ করতে পারি।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০০৯ দুপুর ১:০৪