সোহরাওয়ার্দী উদ্যানের রাস্তা ছেড়ে দিয়ে নয়াপল্টনের রাস্তা আটকিয়ে সমাবেশের জন্যে দেশটাকে স্বাধীন করা হয় নি !
এই সাময়িক সরকার দিয়ে দেশ হয়তো ভালো চলবে কিন্তু আরেকটু দূরে তাকালে চোখ ঝাপসা হয়ে আসছে !
আগামী ৩/৪ মাস পর আমরা ভুলে যাবো কারা এই আন্দোলনটা এতোদূর নিয়ে এসেছিলো আর এসবের পুরা ক্রেডিট নিতে চাইবে আরেক স্বামীহারার ছেলে তারেক ! যে কিনা পরিচিত খাম্বা তারেক হিসাবে !
তাহলে ৩/৪ মাস পরে কি হবে?
যেহেতু খাম্বা তারেকরা একটা সাংগঠনিক রাজনীতির সাথে জড়িত তাই তাদের পুনরায় জামাতী ছাগুদের সাথে একত্রিত হতে সময় লাগবে না ! যেহেতু আম্লীগ এই মুহূর্তে গর্তে ঢুকেছে আর বর্তমান শিক্ষার্থীদের কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন নাই সুতরাং ৩/৪ মাসের মধ্যে স্বৈরাচার লীগবিহীন নির্বাচন হলে খাম্বা তারেকের কোনো প্রতিপক্ষও থাকবে না ! তাই নির্বাচনে খাম্বা তারেকের জয় প্রায় সুনিশ্চিত, এমনকি ফেয়ার ইলেকশন হলেও! কারন যে রিকশাওয়ালা গণতন্ত্র মানে শুধু ভোটের দিন সিল মারাকে বোঝে সে গিয়ে আম্লীগের প্রতিপক্ষ হিসাবে ধানের শীষেই সিল মারবে তাতে কোনো সন্দেহ নাই ! ফলাফল, জামাতী ছাগুর সাথে খাম্বা তারেক মিলেমিশে একাকার করে সরকার গঠন !
তারপর ?
ভার্সিটিতে শিবিরের রাজনীতি চালু হবে, বিসমিল্লাহ বলে রগ কেটে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে বের হবে, ঝালমুড়িওয়ালা চিন্তা করবে যেহেতু আল্লাহর নামে রগ কাটসে তাহলে বোধহয় ঠিকই আছে! কেও বিরোধীতা করলে তাকে নাস্তিক ট্যাগ লাগানো হবে, ছাত্রদলের অস্ত্রের ঝনঝনানী শুনে ভাববে, আরে এরা কারা? ওদের কাজের বিরোধিতা করলে বলবে তুই লীগ করোস, পিটা ওরে ! হাসিনা যেমন কথায় কথায় বিরোধীদের পাকিস্তানে চলে যাওয়ার সবক দিতো, খাম্বা তারেক বিরোধিদের বলবে, এদেরকে জাতির আম্মোর কাছে ভারতে পাঠিয়ে দে !
আগে শ্রমিক লীগ সবজির ট্রাক থেকে চাঁদা তুলতো, এখন তুলবে শ্রমিকদল ! পুলিশ আগে শিবির ট্যাগ দিতো এখন দিবে নাস্তিক ট্যাগ ! এই ট্যাগ হবে আগের চেয়ে বেশী মারাত্বক, এই ট্যাগের সুফলও বেশী !
আর থাকলো দূর্নীতি !
বিম্পি-জামাত গত ১৬ বছর ধরে ক্ষমতার বাইরে থাকার কারনে এখন ওরা ক্ষুধার্ত বাঘের সামনে থাকা একটা কচি হরিণশাবকের মতো এই দেশটাকে ভক্ষন করবে, ওরা হবে হায়েনার চেয়ে বেশী হিংস্র !
ফলাফল হবে বর্তমানের চেয়ে অতিরিক্ত বেশী খারাপ ! প্রতিটি পদক্ষেপে জনগন আবার খুজবে, হাসু আপা কই গেলো ?
কিভাবে বুঝলাম এগুলা হবে ?
হিস্টোরী তাই বলে ! তত্বাবধায়ক সরকারবিহীন নির্বাচন শুরু করেছিলো বিম্পি-জামাত ! দূর্নীতিতে চ্যাম্পিয়নের রেকর্ড এখনো খাম্বা তারেকের দখলেই, আম্লীগও ওদেরকে ছাড়াতে পারে নাই ! তখন জিডিপি ছিল কম, টাকার অঙ্কেও ওদের দূর্নীতিও ছিল কম, এখন বাড়সে, তাই ওটাও বাড়বে !
করণীয় কি?
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরী করা, নামটা এদিক সেদিক করে তার রাজনৈতিক রূপ দেওয়া যেতে পারে ! বাংলার মানুষ পরিবর্তন চায়, তারা বিম্পিজামাতকেও চায় না, এটাকে কাজে লাগাতে হবে, তাদেরকে বোঝাতে হবে, বিম্পি-জামাত ক্ষমতায় আসলে ওরাও আম্লীগের মতোই কাজ করবে, তাই আমাদেরকে আপনারা ভোট দেন, তরুণদেরকে ভোট দেন, আমরা দেশের জন্যে কাজ করবো, আমাদের উপদেষ্টা হিসাবে থাকবে এই সমাজের সবচেয়ে বড় বড় মাথাগুলা ! যারা দেশ নিয়ে ভাববে ! শিক্ষাবিষয়ক পরামর্শ দেবে দেশের সবচেয়ে মেধাবী শিক্ষাবিদ, পররাষ্ট্র বিষয়ক পরামর্শ দিবে দেশের সবচেয়ে সফল কূটনীতিক,.... যেহেতু আমাদের প্রধান চাওয়াই হলো রাষ্ট্রকে পুর্নগঠন তাই আমাদেরকে আপনারা ভোট দেন ! এক বুড়ি হটিয়ে আরেক বুড়িকে ধরিয়েন না, জয়কে সরিয়ে খাম্বা তারেককে বসায়েন না, জয় বাংলা বলে হুংকারের বিপরীতে নারায়ে তাকবীর বলে গর্জন দিবে, এই রাষ্ট্র গড়তে দিয়েন না, জনগনের কাছে গিয়ে এগুলা বোঝাতে হবে ! বোঝাতেই হবে, পেছন ফেরার পথ নাই, নইলে এই স্বাধীনতার জন্যে আপনাদের চরম মূল্য দিতে হবে !
কেমন দেশ চাই?
এই রাষ্ট্র হবে অসাম্প্রদায়িক ! এখানে হিন্দুর বাড়িতে নিরাপদে পূজা হবে, বারো মাসে তেরো পার্বনের সুর বাজবে, শীতের সময় পিঠাপুলির আয়োজন হবে, ওয়াজ মাহফিল হবে, জেমসের কনসার্ট হবে, মসজিদে আজান হবে, হিন্দুর বাড়িতে উলুধ্বনি হবে, পালাগানের আসর বসবে, কলরব শিল্পীগোষ্ঠীর আয়োজনে গজল হবে, রাত ২ টার সময় রাস্তায় বের হলেও আমাদের নারীরা নিরাপদে বাড়িতে ফিরে আসবে অভিভাবকের চিন্তা থাকবে না, যার ইচ্ছা সে বোরকা পরবে যার ইচ্ছা শাড়ী পরবে, যার মন চায় দাড়ি রাখবে, না চাইলে রাখবে না ! আপনি ইসলামিস্ট হলে আমাকে বড়জোর দাওয়াত দিতে পারেন কিন্তু বাধ্য করতে পারবেন না ! শাড়ী পরলে আপনি বলবেন না, তোর বোরকা নাই, তুই তো ধর্ষিত হবিই ! ফেসবুকে সরকারের সমালোচনা করলে পিয়াসকে গ্রেফতার করে আয়নাঘরে কিংবা হাওয়াভবনে রাখা হবে না, বা নাস্তিক ট্যাগ লাগিয়ে তার কল্লা কাটাকে জায়েজ করা হবে না, তার নিশ্চয়তা দিতে হবে !
এর একটাও যদি দিতে না পারেন, তাহলে তার দায় নব্য সরকারের ! আর আপনারা হবেন ব্যর্থ, আপনার এই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে ! চরমভাবে ব্যর্থ !