আপনি যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়ে বলেন, এই বেটা এতগুলা লোক খুন হয়, আপনি এর বিচার করতে পারেন না ? নাকি জনগণের লাঠিপেটা খেতে চান ?
এই কথা বলার পর আপনি যদি মহাসাগরের নিচে লুকান বা সিদরাতুল মুনতাহায় (৭ আসমানের উপরে) চলে যান, আমি শিওর, তবুও তিনি আপনার কান ধরে বের করে এনে আপনাকে মানবতা বিরোধী মামলায় আসামী করবে । তাহলে গত কয়েক বছরে এতোগুলো খুন হয়েছে, দেশের প্রযুক্তি এতো উন্নত হয়েছে, অভিজিৎ রায় হত্যায় দেশের বাইরে থেকে গোয়েন্দা দল এসে তদন্ত করেছে, কিন্তু আসামী কেউ গ্রেফতার হয়েছে কি ?
অপরাধবিঞ্জান বলে, মানুষ খুন করার পর অপরাধী কোনো না কোনো আলামত ফেলে রেখে যায়, তাহলে দেশের সিআইডি কি হিন্দি ভাষার চুল ছিড়ে ? দুদিন পর যদি আমার আব্বুকে আমার জন্য চোখের জল ফেলতে হয় !! তাহলে
আমার বাপের কষ্টের টাকায় সিআইডি পুষে, তাকে খাইয়ে পরিয়ে দেশের লাভ কি ????
আমরা জানি, রাষ্ট্র সর্বঞ্জ । রাষ্ট্র সব জানে । তাহলে রাষ্ট্র চালানোর দায়িত্ব যাদের উপর আছে তারাও সর্বঞ্জ্যানী । কারা খুন করে, কেনো করে এসব তাদের জানার বাইরে না ।
ডিয়ার মন্ত্রী'S আপনারা আরো কোটি বছর ক্ষমতায় থাকেন আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করেন । যেসব খুন হয়েছে সেগুলোর বিচার করেন, অপরাধীদের সামনে আনেন । যদি না আনেন, তবে আশির দশকের রাজনীতির কথা ভুলে যাবেন না । স্বৈরশাসক মার্শাল'ল জারি করেছিল, রাস্তায় সেনাবাহিনী নামিয়ে রেখেছিল । শেষ পর্যন্ত টিকতে পেরেছে কি ?
যদি ভালো কাজ করেন, মানুষ কিচ্ছু বলবে না কিন্তু এভাবে যদি চলতে থাকে, পালাবার পথটাও খুজে পাবেন না ।
শেষকথা, কোনো একদিন যদি শুনি প্রধানমন্ত্রীর লাশ বুড়িগঙ্গায় পাওয়া গেছে, হয়তো এই খবরটাও আমাদের কাছে স্বাভাবিক মনে হবে, কারণ আমরা আমজনতা mango-people.....
অনুগ্রহ করে, পোষ্টটি রাজনৈতিক ভাবে নিবেন না !!
justice_for_all
ছবিতে: সদ্য নৃশংস ভাবে খুন হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩৩