১ ) অনেক নারীই পুরুষের হৃদয়কে ধার করে এবং সামান্য কিছু নারীই
তা অধিকারে রাখতে পারে ।
২ ) যখন একজন পুরুষের হাত একজন নারীর হাত স্পর্শ করে তখন প্রকৃত
অর্থে তারা দুজনেই স্পর্শ করে অনন্তের হৃদয় ।
৩ ) প্রেমিক ও প্রেমিকার মাঝখানে ভালবাসা হল অবগুণ্ঠন ।
৪ ) প্রত্যেক পুরুষই দুজন নারীকে ভালবাসে । একজন হল তার কল্পনার
সৃষ্টি এবং অন্যজনের এখনো জন্ম হয়নি ।
৫ ) পুরুষ নারীর ছোটখাটো ত্রুটিকেও ক্ষমা করে না , তেমনি উপভোগ করে না নারীর সদগুণ গুলো ।
৬ ) তুমি যদি তোমার অধিকারে থাক তাহলে অবশ্যই দাবী করার কিছু নেই ।
৭ ) ভালবাসা প্রতিদিন ভালবাসা নবায়ন করে না , যা পরিণত হয়েছে অভ্যাসে এবং এর
উল্টোদিকেই রয়েছে দাসত্ব ।
৮ ) ভালবাসা হচ্ছে আলোর একটি শব্দ , লেখা হয়েছে আলোর হাতে , আলো নির্মিত
কাগজের উপর ।
৯ ) যাকে তুমি ভালবাস , তুমি তার একজন দাস । কারণ তুমি তাকে ভালবাস এবং একজন দাস ভালবাসে তোমাকে কারণ সে ভালবাসে তোমাকে ।
১০ ) তোমার মন বা আমার হৃদয় কখনোই একমত হবে না যতক্ষণ তোমার মন সংখ্যার ভেতরে এবং আমার হৃদয় ধোঁয়াশার ভিতরে বসবাস করা থেকে বিরত না হয় ।
১১ ) একজন নারী তার মুখের হাসি দিয়েই অবগুণ্ঠন তৈরি করতে পারে ।
১২ ) আমাদের মন হচ্ছে একটা স্পঞ্জ এবং হৃদয় হচ্ছে স্রোতধারা । এতে আশ্চর্য হওয়ার কিছু নেই আমাদের অধিকাংশই দৌড়ানোর চেয়ে শোসন করতে পছন্দ করে ।
১৩ ) নিশ্চিত আনন্দের আকাঙ্ক্ষা হচ্ছে বেদনার একটি অংশ এবং এটা বিস্ময়কর ।
১৪ ) জীবন যখন তার হৃদয়ের কথা বলার জন্য একজন গায়ক খুঁজে পায় না তখন সে উপস্থিত করে একজন দার্শনিক কে তার মনের কথা বলতে ।
অনুদিত - মোস্তফা মীর ।
সংক্ষেপে খলিল জিবরান -
কবি, দার্শনিক ও চিত্রকর। জন্ম১৮৮৩ সাল , উত্তর লেবাননের খৃস্টান অধ্যুষিত পাহাড়ী গ্রাম বিশারীতে। মৃত্যু ১৯৩১ , নিউইয়র্কে ।
খলিল জিবরান সম্পর্কিত কিছু লিঙ্ক -
খলিল জিবরান -এর কবিতা / অনুবাদ: রেজা নুর
কেন লিখি। কাহলিল জিবরান।
এই লিঙ্কে খলিল জিবরান এর বেশ কিছু আঁকা ছবি আছে ।
কাহলিল জিবরানের চারটি অনুগল্প
দি প্রফেট থেকে কিছু উদ্ধৃত্তি
দি প্রফেট (দান বিষয়ে) –
কাহলিল জিবরান
ক বি তাঃ আত্মার গান
সৃষ্টিশীল বাউণ্ডুলেরা
Gibran Kahlil Gibran Biography and Works
Love Unconditional Love
Tumblr খলিল জিবরান
Khalil Gibran ( ফেসবুক ফ্যান পেজ )
Khalil Gibran Quotes
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫০