হে সমাজ এবং সমাজের কর্ণধারেরা- তোমরা বিয়ে কে সহজ করো, কঠিন করে ফেলো না! তরুণ প্রজন্মকে "কাছে আসার ভালোবাসার" গল্প নামের নৈতিকতা ধ্বংসের ধোঁকার পথে লেলিয়ে দিয়ো না! তোমরা অভিভাবক হয়েও কি করে বোঝো না, যুগের সাথে তাল মিলানোর কথার ফাঁদে ফেলে, প্রতিষ্ঠিত হবার এক দূর্লভ অবস্থান এর বাধ্যবাধকতার পথে অবরুদ্ধ করে তোমরা আসলে নিজেদের আপন সন্তানদের চরিত্রকে করে তুলছো কলুষিত!
হে সমাজের অভিভাবকেরা, আপনাদের কি এতোটুকু বোধগম্য হয়না যে আপনাদের অগোচরে, বিয়েহীন দাম্পত্য জীবনে এক যুগেরও বেশি অদৃশ্য সংসার করে বেড়াচ্ছে সেই সোনার সন্তানেরা যাকে নিয়ে আপনার এতো গর্ব!
হে সমাজ এবং সমাজের অধিবাসীরা, তোমাদের কাছে কি চরিত্র রক্ষার কোন গুরুত্বই নেই? লক্ষ লক্ষ টাকা খরচ না করে বিয়ে করলে তোমাদের যত পাপ হয়?
তোমরা কি বোঝো না, একমাত্র বিয়ের সহজলভ্যতা পারে এই সমাজ থেকে ধর্ষ্ণ, ভ্রূণ হত্যার মত জঘণ্য অপরাধগুলো কমিয়ে ফেলতে!
বিয়ের সহজলভ্যতা পারে একজন অকর্মা ছেলেকে দায়িত্বশীল করে তোলার পথে প্রধান সহায়ক হতে!
ভালো চরিত্রবান ছেলে দেখে আপনার মেয়েকে চাহিদার বয়স অনুযায়ী বিয়ে দিয়ে রাখতে তো দোষ নেই। সেই ছেলেটা সময়মত দায়িত্ব হাতে নিয়ে আপনার মেয়েকে সংসারে নিয়ে যাবার আগ পর্যন্ত আপনাদের দেখাশোনা করতে কি এতোই সমস্যা!
হ্যা, আপনাদের তো সমস্যা হবেই! নীতি নৈতিকতা আপনাদের ভালো লাগবে না। আপনাদের তখন ই ভালো লাগে যখন মেয়েটি পালিয়ে যায় অন্য কারো সাথে, অল্প বয়সে বিয়েহীন অবস্থায় হয়ে পড়ে গর্ভবতী, ভ্রুণ হত্যাকারী, আপনাদের তখন ই ভালো লাগে যখন প্রেম ভালোবাসার নামে আপনাদের সন্তানেরা হয়ে উঠে প্লে বয়, প্লে গার্ল! আপনাদের এইসব নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন কোথায়, আপনাদের প্রয়োজন স্ট্যাটাস, টাকা পয়সা, যৌতুক, অহংকারের প্রতিযোগিতা!
হায়, আপনারা অন্ধই রয়ে গেলেন! বিয়ে কোন সামাজিক অনুষ্ঠান এর মহড়া নয়!
প্রয়োজনের সময় বিয়ে না করতে পারলে, সময় শেষে শুধু শোকেসে স্ত্রী কে সাজিয়ে রাখার জন্যই বিয়ে করে তো কোন লাভ নেই!
হে সমাজ, সমাজপতি, সমাজের কর্ণধার, অভিভাবক, তরুণ সমাজ তোমরা বিয়ের মূল উদ্দেশ্য বুঝলেনা। শুধু সমাজকেই প্রভু মেনে গেলে! হায় সমাজ হায়!!
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৭