নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। ২০১৫ সালটা হয়ে উঠুক আপনাদের জীবনে অনেক আনন্দময় সেই কামনাই করছি।
এই বছর বেশ কিছু নতুন বাংলা ছবি মুক্তি পেতে যাচ্ছে। ইউটিউব ঘেটে ঘেটে যেসব ছবি পেলাম তার একটা লিস্ট করার চেষ্টা করলাম। যতই সময় যেতে থাকবে ততই মুভির সংখ্যাটা বাড়তে থাকবে। আসুন তাহলে দেখে নেই।
১। রোমি / জুলিয়েট
২। গেইম
** চমক হিসেবে আছে প্রমিথিউস ব্যান্ডের বিপ্লবের প্রথম কোন ছবিতে অভিনয়।
৩। ছুঁয়ে দিলে মন
৪। ব্ল্যাকমেইল
৫। ৭১ এর মা জননী
৬। Warning
৭। Action Jesmine (কোন ট্রেইলার পাই নি। শুধু গানটা পেয়েছি)
আজ এই পর্যন্তই। আপনাদের জানা আরো কোন ট্রেইলার থাকলে এখানে পোস্ট করতে পারেন। ভাল থাকবেন সবাই।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫১