ও তাই!
হাহাহাহা
কেন এত হাসাও আমায়?
নাকি আমায় নিয়ে উপহাস করো?
প্রতি পদে পদে যেভাবে আমায় নিয়ে তোমরা ঠাট্টা করো,
যদি তুমি বলতে তুমি একটা অপদার্থ!
তাহলে বুঝে নিতাম তুমি ভালই বলেছ,
সরি, তোমার কথায় আমি আজ কান দিচ্ছি না।
কি? এত চিন্তা কর কেন, আমায় নিয়ে?
আমার ভরসায় কেন এত রাত্রি জাগো?
কিছু একটা করে দেখাবো, এই ভেবে বসে থাকো?
রাতের পর রাত কাটিয়ে দাও না খেয়ে,
যখন শূণ্য হৃদয়ে, ক্লান্ত শরীরে নীড়ে ফিরি
তখন ও তোমার উৎসুক চোখের চাহনি আমায় বিরক্ত করে,
সরি, তোমাদের দেবার মত আমার আর কিছুই নেই।
নাহ! কেউ বুঝবে না হয়তো আমার কষ্ট
করবে না কেউ আপোস
হয়তো সবাই চাইবে অনেক অনেক সাফল্য,
কিন্তু, হয়তো অজানাই থেকে যাবে এর পিছনে থাকা একেকটা মুহুর্তের কথা
হয়তো অজানাই থেকে যাবে একেকটা দীর্ঘশ্বাসের অজানা কাব্য
জীবন যুদ্ধে হয়তো পরাজিত সৈনিক আমি,
সরি, বিদায় জানাবো বলে আর একবার এসেছি তোমাদের কাছে।
বিঃদ্রঃ বহুদিন পর ব্লগে আসলাম। ভাল লাগছে আবার ফিরে আসতে পেরে।
