ব্লগের সব সময়ের একটা ক্যাচাল হল আস্তিক নাস্তক ক্যাচাল














( আর হুর পরি গেল্মান নি না হয় নাই বললাম)
আমার মনে হয় মোটামুটি সব গুলা পয়েন্ট ই টাচ করছি।
এখন একটা মিলিওন ডলার প্রশ্ন নাস্তিক( বাংলাদেশি) গো কাছে ভাই শুধুমাত্র মুসলমান গো পিছেই লাগেন কেন । আফনেগো দেখলাম না
কোনদিন অন্য ধর্মের কোন বিষয় নিয়া পোষ্ট করতে। কাহিনিটা কি






আরেকটা কারন থাকতে পারে সেইটা আর কইলাম না (দালাল বা ভন্ড )
আমার কাছে (ক্ষুদ্রজ্ঞান) যেইটা মনে হয় যে আসলে ই সব ধর্ম গুলাই বিশ্বাসের উপর। করন আপনি আল্লাহকে মানেন তাও বিশ্বাস । আবার আল্লাহকে মানেন না তাও কিন্তু বিশ্বাস । মুসলমান রা আল্লাহরে মানে এইটা তাদের বিশ্বাস । হিন্দুরা দেবতা মানে তাও বিশ্বাস । খ্রিষ্টানরা বা বৌদ্ধ রা যারে মানে তাও কিন্তু বিশ্বাস ।আবার নাস্তিক রা কিছুই মানে না (

তাইলে আর ক্যাচাল কইরা লাভ কি ।নাস্তিক রা যেমন কখনো যুক্তি দিয়া আল্লাহর অস্তিত্ব নাই করতে পারবেনা তেমনি মুসলমান রা কখন নাস্তিক দের কে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে পারাবে না। আল্লাহকে না দেখে বিশ্বাস করার নামই ঈমান। তাইলে ভাই নাস্তিকগোরে আল্লাহর প্রমান দেখাইয়া বিশ্বাস করানোর দরকার কি। তারা যদি আল্লাহর অস্তিত্বের প্রমান পাইয়া আবার আস্তিক

কুনু লাভ নাই কারন যে পাড় নাস্তিক সে কোনোদিন আস্তিক হবে না আর যারা পাড় আস্তিক তারাও কোনোদিন নাস্তিক হবে না। তাইলে সমাধান ক্যাচাল না করলেই হয়

