ব্লগের সব সময়ের একটা ক্যাচাল হল আস্তিক নাস্তক ক্যাচাল । আর এখানেও একটা বিশেষত্ব আছে। নাস্তিক রা খালি ক্যাচাল করে মুসলমান গো লগে। ক্যান রে বাবা মুসলমান ছাড়া এই দুনিয়াতে আর কেউ কি নাই ক্যাচাল করার মত।নাকি মুসলমানরা অলস বইলা অগোরে খাটানো হই। আর নাস্তিক গো পোষ্ট গুলা দেখলেও মজা লাগে ।
আল্লাহর অস্তিত্ব নিয়া ক্যাচাল।
কোরান এর আয়াত নিয়া ব্যাখ্যা চাওয়া ।
মহানবীর ইসলাম প্রচারের কৌশল কি ছিল দাওয়াতি কাজ নাকি যুদ্ধ
ইসলাম প্রচার কি তলোয়ার দিয়া হইছিলো কিনা।
আল্লাহর নবিদের বিভিন্ন মাজেজা ( অলৌকিক কাজ ) নিয়া প্রশ্ন
আল্লাহ পৃথিবী সৃষ্টি কয় দিনে করছিলো
মুহাম্মদ (সাঃ) এর বিবাহ নিয়া গুরুতর প্রশ্ন
বির্বতনবাদ কি হইছে না হয় নাই
শয়তানের অস্তিত্ব নিয়া প্রশ্ন
আল্লাহ সর্বশক্তিমান কিনা
মৃত্যুর পরবর্তি জীবন আছে কি নাই(জান্নাত জাহান্নাম সহ )
দাজ্জালের অস্তিত্ব + ইয়াযুয মাজুজ সহ যা আছে তা নিয়া প্রশ্ন
আর এখন আরেকটা শুরু হইছে দুনিয়াতে কে সুখি, কে বেশি ধনি
( আর হুর পরি গেল্মান নি না হয় নাই বললাম)
আমার মনে হয় মোটামুটি সব গুলা পয়েন্ট ই টাচ করছি।
এখন একটা মিলিওন ডলার প্রশ্ন নাস্তিক( বাংলাদেশি) গো কাছে ভাই শুধুমাত্র মুসলমান গো পিছেই লাগেন কেন । আফনেগো দেখলাম না
কোনদিন অন্য ধর্মের কোন বিষয় নিয়া পোষ্ট করতে। কাহিনিটা কি
নিশ্চ্য় অন্য ধর্মে কুনু খুত নাই
না হইলে আফনেগো জ্ঞান এখন এমন স্তরে উঠে নাই যে অন্য ধর্ম নিয়া পোষ্টাবেন
নাইলে মুসলমানগো ঈমান বেশি শক্ত তাই তাগো পিছেই লাগছেন
নাইলে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম তাই এদের পিছে লাগছেন
আরেকটা কারন থাকতে পারে সেইটা আর কইলাম না (দালাল বা ভন্ড )
আমার কাছে (ক্ষুদ্রজ্ঞান) যেইটা মনে হয় যে আসলে ই সব ধর্ম গুলাই বিশ্বাসের উপর। করন আপনি আল্লাহকে মানেন তাও বিশ্বাস । আবার আল্লাহকে মানেন না তাও কিন্তু বিশ্বাস । মুসলমান রা আল্লাহরে মানে এইটা তাদের বিশ্বাস । হিন্দুরা দেবতা মানে তাও বিশ্বাস । খ্রিষ্টানরা বা বৌদ্ধ রা যারে মানে তাও কিন্তু বিশ্বাস ।আবার নাস্তিক রা কিছুই মানে না ( ) তাও কিন্তু বিশ্বাস ।
তাইলে আর ক্যাচাল কইরা লাভ কি ।নাস্তিক রা যেমন কখনো যুক্তি দিয়া আল্লাহর অস্তিত্ব নাই করতে পারবেনা তেমনি মুসলমান রা কখন নাস্তিক দের কে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে পারাবে না। আল্লাহকে না দেখে বিশ্বাস করার নামই ঈমান। তাইলে ভাই নাস্তিকগোরে আল্লাহর প্রমান দেখাইয়া বিশ্বাস করানোর দরকার কি। তারা যদি আল্লাহর অস্তিত্বের প্রমান পাইয়া আবার আস্তিক হয় তাইলে তো কুনু লাভ নাই।তাইলে অগরে বিশ্বাস করানর দরকার কি
কুনু লাভ নাই কারন যে পাড় নাস্তিক সে কোনোদিন আস্তিক হবে না আর যারা পাড় আস্তিক তারাও কোনোদিন নাস্তিক হবে না। তাইলে সমাধান ক্যাচাল না করলেই হয়