আরেকটি ১৫ ই আগষ্ট চলে গেলো।কারো মতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী আবার কারো মতে বাংলাদেশের স্থপতি কারো মতে বাঙ্গালী জাতির পিতা আবার কারো মতে ( হাইকোর্টের রায়ে ) স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষীকী এই ১৫ ই আগষ্ট। অন্যান্যবারের মত এবারো যে অনেক আড়ম্বরের সাথে পালিত হবে জানা ছিলো । কিন্তু কিছু কিছু ব্যানার ও পোষ্টার এই দুঃখের মাসে ও ভালোই হাসির খোরাকে পরিনত হলো।তার একটা নমুনা
সিলেটে মেডিকেলের গেটে একটা পোষ্টার দেখলাম যা আমার কাছে ব্যাপক আজব মনে হলো । কারন পোস্টার টা মানে আমি কিছুই বুঝলাম না ।নিতান্তই দেরি হওয়ার কারনে পোষ্টারটার ছবি দিতে পারলাম না । ছবিটার বিষয়বস্তু অনেকটা এরকম বাম পাশে বংগবন্ধুর একটা ছবি মোটামুটি ঘুরিয়ে তোলা আর ডান পাশে একটা মানুষের খুলির ছবি যা থেকে আবার একটা সবুজ রঙের গাছ গজাইছে এবং তার উপরে বেগুনী রঙ্গের হয় ফুল না হইলে বেগুনী রঙের ফল ধরছে ।এ থেকে আমরা আম পাবলিক কি বুঝলাম ?????????
এক হইতে পারে যেহেতু সবুজ গাছ উঠছে তাহলে এটা বংগবন্ধুর মাথার খুলি এবং এর মানে পিতার আত্তা এত দিনে খুনিদের বিচারের কারনে মরার পর সুখে আছে।এবং ফুল ফলের মাধ্যমে সুশোভিত আছে।
আবার এইটাও হইতে পারে রাজাকারদের খুলি এবং তারা বলছে যাক এতো দিনে হাসিনা আপা আমাদের বিচারের কাজ করে ( পড়ুন লামছাম বিচার ) জাতির সামনে আমাদের মুখ খানা উজ্জ্বল করবেন।
আবার এইটাও হতে পারে যেহেতু মেডিকেলের সামনে এবং পোষ্টার খানা স্বাচিপ কতৃক প্রকাশিত তাই মেডিকেল মেডিকেল ভাব থাকার জন্য এই মাথার খুলির ব্যাবস্থা।।
আমি তো মোটে এই তিনটা মত দিলাম এবার আপনারা বলেন কোনটা হবে কারন ডিজাইনার কে তো আর পাচ্ছি না, তাই আপনারাই ভরশা ।তাইলে আসেন আমরা আলোচনা করি কি হতে পারে এর ব্যাখ্যা.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।
এই পর্বে শুধু মাত্র পোষ্টার নিয়ে আলোচনা করলাম পরে আলোচোনা করব ব্যানার নিয়ে
(চলবে)