সামুতে মন্তব্য করা হলেও ব্লগ লেখা হয়না । কিন্তু আজকের সংবাদপত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা র একটি কথা দেকে চরম পুলকিত অনুভব করলাম । মনে হলো আজকে কিছু না লেখলে চরম জুলুম হয়ে যাবে ।
শেখ হাসিনা র সেই অমর বানীটি হলো '' মানুষ পুড়ানোর রাজনীতি ছেড়ে দিয়ে কল্যানের রাজনীতি দিকে ফিরে আসুন ।সংসদে এসে কথা বলুন "।
শেখ হাসিনা র কথা টি অত্যন্ত যুক্তি পূর্ন এবং সবাই আমার সাথে একমত হবেন যে কথাটি উনি বড়ই ভাল বলেছেন ।
কিন্তু ওনার পূর্ববর্তী রেকর্ড যদি আমরা দেখি তাহলে রীতিমত আতকে উঠতে হয়।প্রথমেই বলি জোট সরকারের সময়ে ওনার কীর্তি । হরতালের আগের দিন হোটেল শেরাটনের সামনে বাস পুড়িয়ে দিলেন । গান পাউডার দিয়ে পুড়ানোর ফলে মারা গেলেন ১১জন হতভাগ্য মানুষ । তাদের কে হতবাগ্য বলবো এই কারনে যে তাদের তো কোন দোষ ছিলনা । তারা তো কোন রাজনীতি করতো না তাদের শুধু দোষ একটাই ছিল যে হরতাল সফল করার জন্য শেখ হাসিনার লাশের প্রয়োজন ছিল । লাশ লাশ লাশ
তখন শেখ হাসিনা কি চিন্তা করতেন জানতে মন চায় ।
আমরা যদি শেখ হাসিনার অন্যান্য ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখতে পাব তিনি সারা জীবন লাশের রাজনীতি ই করে গেছেন । সৈরাচারী আমলে তিনি লাশ কামনা
করতেন তা আমার ফাসি চাই গ্রন্থর মাধ্যম সবাই জানে ।
একটার বদলে দশটা লাশের কাহীনি সবার মুখে মুখে আর তিনিই কিনা বলছেন এমন কথা
ধিক শেখ হাসিনা ধিক তোমায়
অর কত মিথ্যা কথা তোমার ওই পাক মুখ দিয়ে নিসৃ:ত হবে
জাতি জানতে চায়