
আসিলে একুশ
আমি হয়ে যাই বে-হুশ
ইচ্ছে করে রাজ পথের সকল ধূলি
আমি বুকেতে নিই তুলি।
নরপশুরা আমায় করতে চেয়েছে
মাতৃভাষা বাংলা থেকে বন্ঞিত
রাহপথে ঝাঁপিয়ে পড়ে লাখো ভাই
রাজপথ হয় রক্তে রঞ্জিত।
তাঁরা পূর্ণ করেছে আমার আশা
আজ মুখের ভাষা তাই বাংলা ভাষা
আজও রাজপথ হতে সেই রক্তের গন্ধ পাই
একুশ তোমায় ভুলব না, ভুলি নাই।