
যদি প্রেমের আরেক নাম বেদনা না হতো...
হতো না যদি প্রেম বেদনা-বিদুর,
তাহলে প্রিয়ো-
প্রেম কভু হতো না...হতো না মধুর!
যদি প্রেম মানে নাহি হতো স্বপ্ন দেখা...
প্রেম যদি না আঁকিত কষ্টেরও রেখা,
তাহলে প্রিয়ো-
সুর থাকিত না... হতো না কোন কাব্য লিখা!
অনলে পুঁড়ে সোনা হয় যে খাঁটি,
গলেতে দুলে পরে হয়ে গহনা।
তেমনি প্রিয়ো-
প্রেম খাঁটি হয়, হয় মধুময়- সহে বেদনা!