
নিঝুম রাত
আকাশে রূপালী চাঁদ
জোছনায় চারদিক মনে হয় রংমহল
নির্জনে একাকী আমি নেই কোলাহল
এমন ই রাতে তুমি থাক্লে পাশে
পৃথিবীকে মনে হতো জান্নাত।
ঝিরঝির বাতাসে
বার বার ভেসে আসে
মৌ মাখা ফুলের সুবাস
দিয়ে যায় আমায় সুখের আভাস
এমন ই রাতে তুমি থাক্লে পাশে
লিখা হতো পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা।
জোনাক জ্বলে বাঁশঝাড়ে
যেন সুখ পাখিরা আলো হয়ে উড়ে
আকাশে জ্বলছে মিটিমিটি তারা
সব কিছু দেখে হই আত্মহারা
এমন এ রাতে তুমি থাক্লে পাশে
মুছে যেত হৃদয়ের সকল আঘাত।