
তোমার মনের দরজায় আমি ভিক্ষারী!
এক ফোটা প্রেমও কি নেই তোমার হৃদয় ভান্ডারে!?
এতো দিন কেটেছে কি তোমার প্রেমহীন অন্ধকারে?
কারো চোখে কভু রাখিনি চোখ,
হৃদয়ে রাখিনি হৃদয়।
হৃদয় কাননে তাই ফুটেনি ফুল,
হয় নাই প্রেম সঞ্চয়।
আজি তোমার চোখে চেয়েছি,
আনন্দ-বেদনা, কথা রাখা ভালোবাসা চাই।
আমার হৃদয়ের মরণ হবে গো যদি বলো নাই!
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৪২