
জীবনের কিছু সময় এক সাথে বসবাস,
এক সাথে কাটে দিন সপ্তা মাস।
মা নয় তবু মায়ের মত সৃষ্টি হয় মমতার বন্ধণ,
এ বন্ধণ ছিঁড়তে গেলে আসে বুক ফেটে ক্রন্দন।
কালের চাকা চলমান- ডাক দিয়ে বলে চল্!
সামনে চলার আগেই ঝরে পড়ে চোখের জল।
কিসের টানে এমন হয়? টাকা পয়সার লোভ-লালসা?
না গো না তা নয়, শুধু একটু ভালোবাসা!
[ছবি: নেট থেকে সংগ্রহ]