যাও মেঘ ফিরে যাও
গিয়ে বল যে মন ভাল নেই
একা শাওনে ভিজব না আর ।।
আকাশ নূপুর পায়ে রিমিঝিমি বাজে
মেঘমল্লার সুরে রামধনু সাজে
তবু বুকে দেয় দোলা উদাস হাওয়া
ফিরে আসে যদি একা পথ চাওয়া
আজ মনে আনমনে কথা বলা
যাও মেঘ ফিরে যাও
গিয়ে বল যে মন ভাল নেই
একা শাওনে ভিজব না আর ।
আমার শ্রাবণ ডাকে মেঘলা মনের কোনে
ফেলে আসা দিন একা আজ নির্জনে
কেন ফিরে আসে না পথ চাওয়া
আজ বুকে দেয় দোলা উদাস হাওয়া
আজ মনে আনমনে কথা বলা
যাও মেঘ ফিরে যাও
গিয়ে বল যে মন ভাল নেই
একা শাওনে ভিজব না আর ।
যাও মেঘ ফিরে যাও
গিয়ে বল যে মন ভাল নেই
একা শাওনে ভিজব না আর ।
হৈমন্তী শুক্লার গাওয়া অসাধারণ গানটি ডাউনলোড করুন এখান থেকে।