ধর একদিন হঠাৎ- আমি নেই কোথাও!
তোমার পরিপাটি বিছানা, ঝকঝকে বাথরুম, টুথব্রাশ, তোয়ালে,
রকিং চেয়ার, বারান্দায় ফুলের টব, অথবা ক্যাকটাস!
সব ঠিক আগের মতোই,
শুধু আমি নেই কোথাও।
তোমার আলমিরায় গোছানো কাপড়ের ভাঁজ,
ড্রয়ারে লুকিয়ে রাখা অন্তর্বাস,
ড্রেসিং টেবিলের আয়নায় লাগিয়ে রাখা লাল-নীল টিপ,
তোমার সেলফোন, টিভি- মেগা সিরিয়াল,
বন্ধু, হাসি- ঠাট্টা, হৈ রৈ,
সব আগের মতোই-
শুধু আমি নেই কোথাও!
ধর একদিন- আমার বুকশেলফ, বই,
কীবোর্ড, মাউস, কলম, অথবা কবিতার সিডি,
সব আগের মতোই-
শুধু আমি নেই কোথাও,
আমি নেই কোথাও, আমি নেই কোথাও!!!
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২৬